০১:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

ফিফা র‍্যাঙ্কিংয়ে একধাপ এগিয়েছে ব্রাজিল

জমজমাট আন্তর্জাতিক ফুটবল। একদিকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, অন্যদিকে শুক্রবার শুরু হচ্ছে কোপা আমেরিকার ৪৮তম আসর। এর আগে ২০২৬ বাছাইপর্ব, এএফসি, সিএফ, কনকাক্যাফ টুর্নামেন্ট খেলছে ফিফার সদস্য দেশগুলো। এবার সেখানকার ফল অনুযায়ী, নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা।

এতে আগের পয়েন্ট টেবিল থেকে কিছু পরিবর্তন এসেছে। তবে শীর্ষে থাকা দলগুলোতে নেই কোনো পরিবর্তন। শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। এরপর দুইয়ে ফ্রান্স এবং তিনে বেলজিয়াম। একধাপ এগিয়ে এগিয়ে চারে উঠে এসেছে ব্রাজিল।

অন্যদিকে একধাপ পিছিয়ে গেছে ইংল্যান্ড। এরপর যথাক্রমে পর্তুগাল, নেদারল্যান্ডস ও স্পেন আছে। একধাপ এগিয়ে নয়ে ক্রোয়েশিয়া এবং দশে নেমে গেছে ইতালি।

র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশেরও অবনতি হয়েছে। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে সবমিলিয়ে ৮ ম্যাচ খেলেছিল লাল–সবুজের প্রতিনিধিরা। সেখানে এক জয়ের বিপরীতে পাঁচ পরাজয় এবং দুই ড্র সঙ্গী হয় তাদের। একধাপ পিছিয়ে ১৮৫ নম্বরে নেমে গেছে জামাল ভূঁইয়ারা।

সেরা ১০০’তেও পরিবর্তন এসেছে। সমান ৪ ধাপ করে উন্নতি হয়েছে ঘানা (৬৪তম), হন্ডুরাস (৭৮তম), হাইতি (৮৬তম), কুরাসাওয়ের (৮৭তম)।

বিজনেস বাংলাদেশ/DS

শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আসলামের মামলা প্রত্যাহারের দাবি

ফিফা র‍্যাঙ্কিংয়ে একধাপ এগিয়েছে ব্রাজিল

প্রকাশিত : ০৫:৫৩:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জুন ২০২৪

জমজমাট আন্তর্জাতিক ফুটবল। একদিকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ, অন্যদিকে শুক্রবার শুরু হচ্ছে কোপা আমেরিকার ৪৮তম আসর। এর আগে ২০২৬ বাছাইপর্ব, এএফসি, সিএফ, কনকাক্যাফ টুর্নামেন্ট খেলছে ফিফার সদস্য দেশগুলো। এবার সেখানকার ফল অনুযায়ী, নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছে ফিফা।

এতে আগের পয়েন্ট টেবিল থেকে কিছু পরিবর্তন এসেছে। তবে শীর্ষে থাকা দলগুলোতে নেই কোনো পরিবর্তন। শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। এরপর দুইয়ে ফ্রান্স এবং তিনে বেলজিয়াম। একধাপ এগিয়ে এগিয়ে চারে উঠে এসেছে ব্রাজিল।

অন্যদিকে একধাপ পিছিয়ে গেছে ইংল্যান্ড। এরপর যথাক্রমে পর্তুগাল, নেদারল্যান্ডস ও স্পেন আছে। একধাপ এগিয়ে নয়ে ক্রোয়েশিয়া এবং দশে নেমে গেছে ইতালি।

র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশেরও অবনতি হয়েছে। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে সবমিলিয়ে ৮ ম্যাচ খেলেছিল লাল–সবুজের প্রতিনিধিরা। সেখানে এক জয়ের বিপরীতে পাঁচ পরাজয় এবং দুই ড্র সঙ্গী হয় তাদের। একধাপ পিছিয়ে ১৮৫ নম্বরে নেমে গেছে জামাল ভূঁইয়ারা।

সেরা ১০০’তেও পরিবর্তন এসেছে। সমান ৪ ধাপ করে উন্নতি হয়েছে ঘানা (৬৪তম), হন্ডুরাস (৭৮তম), হাইতি (৮৬তম), কুরাসাওয়ের (৮৭তম)।

বিজনেস বাংলাদেশ/DS