ঢাকা বিভাগের ১০ উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যানদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়,
সোমবার (২৪ জুন) বিভাগীয় কমিশনার এর কার্যালয় ঢাকায় শপথ গ্রহণ করেন নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান জনাব নজরুল মজিদ মাহমুদ স্বপন।
ঢাকা বিভাগের দশ উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান দের শপথ পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার জনাব মোঃ সাবিরুল ইসলাম।
শপথ অনুষ্ঠানে আরো শপথ গ্রহণ করেন মনোহরদী উপজেলা পরিষদের নব নির্বাচিত ভাইস-চেয়ারম্যান জনাব তৌহিদ সরকার ও মহিলা ভাইস-চেয়ারম্যান জনাব শাহনাজ পারভীন শিল্পী। গত ২১ মে অনুষ্ঠিত মনোহরদী উপজেলা পরিষদের নির্বাচনে জনাব নজরুল মজিদ মাহমুদ স্বপন বিপুলভোটে জয়লাভ করেন।
জনগন অনেক প্রত্যাশা নিয়ে উনাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছেন। নজরুল মজিদ মাহমুদ স্বপন দীর্ঘদিন যাবত তৃণমূল পর্যায়ে রাজনীতির সাথে জড়িত ছিলেন, নরসিংদী জেলা আওয়ামীলীগে ২য় বারের মত যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। ইতিপূর্বে কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
পারিবারিক ভাবেই উনারা শতবর্ষী রাজনৈতিক পরিবার। তিনি নরসিংদীর মনোহরদীর গোতাশিয়া ইউনিয়নের সম্ভ্রান্ত মজিদ পরিবারে জন্মগ্রহণ করেন । ঢাকা বারের প্রেসিডেন্ট ছিলেন উনার পিতা এডভোকেট মজিদ মাহমুদ। দাদা শুকুর মজিদ মাহমুদ ছিলেন ব্রিটিশ শাসনামলে তৎকালীন ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট। উনার বড় ভাই জনাব এড.নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বর্তমানে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।
শপথ গ্রহণ শেষে নেতাকর্মীদের সাথে নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
তিনি বলেন “একটি স্মার্ট,আধুনিক, সন্ত্রাস-মাদকমুক্ত মনোহরদী উপজেলা গড়তে আপনাদের সকলের সহযোগিতা আমার পাথেয় হয়ে থাকবে। আমি জীবন দিয়ে চেষ্টা করবো আপনাদের প্রত্যাশার প্রতিফলন এবং ভালোবাসার প্রতিদান দেয়ার। এই বিজয় আপনাদের সকলের, আমি আপনাদের মাঝে আপনাদের একজন হয়েই থাকতে চাই আমৃত্যু। সৃষ্টিকর্তা সবাইকে ভালো রাখুক, আমার জন্য দোয়া করবেন।”