০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ০৭ জুলাই ২০২৪

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের গ্রুপে ভারত-পাকিস্তান

মাত্রই শেষ হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ।কিন্ত এরই মাঝে আগামী মার্চ-ফেব্রুয়ারীতে অনুষ্ঠিত হতে যাওয়া ৫০ ওভারের চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি প্রকাশ করেছে আয়োজক দেশ পাকিস্তান। সেই খসড়া সূচিতে দেখা যায় বাংলাদেশের গ্রুপের অপর দলগুলো হচ্ছে পাকিস্তান,ভারত এবং নিউজিল্যান্ড।

আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ৫০ ওভারের দ্বিতীয় বড় আসর চ্যাম্পিয়ন্স ট্রফি।তবে ১০ মার্চ ফাইনালের রিজার্ভ ডে হিসাবে রাখা হয়েছে। কিন্তু,ভারত কি পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নিবে কি না তা নিয়ে এখনো অনেক সংশয় রয়েছে। তবে ভারত অংশ নিচ্ছে সেটা বিবেচনা করেই খসড়া সূচি নির্ধারণ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বার্বাডোজে টি২০ বিশ্বকাপ ফাইনালের অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। সেখানে তিনি ১৫ ম্যাচের একটি শিডিউল জমা দিয়েছেন। ভারতের সব খেলা রাখা হয়েছে লাহোরে। নিরাপত্তা-সহ অন্যান্য বিষয়ের কথা মাথায় রেখে এই ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে আইসিসি-র এক সদস্য বলেন, “আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ ম্যাচের একটি খসড়া জমা দিয়েছে পিসিবি। এরমধ্যে ৭টি খেলা রাখা হয়েছে লাহোরে, ৩টি করাচিতে ও ৫টি রাউলপিণ্ডিতে। করাচিতে হবে উদ্বোধনী ম্যাচ। ২টি সেমিফাইনাল রাখা হয়েছে করাচি ও রাউলপিণ্ডিতে এবং ফাইনাল লাহোরে। তবে ভারতের সব ম্যাচ রাখা হয়েছে লাহোরে।”
খসড়া সেই সূচিতে দেখা যায়, এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী পাকিস্তান,ভারত ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে খেলবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। দুই গ্রুপের সেরা দুই দল যাবে সেমিফাইনালে।তবে গ্রুপ পর্বের সেরা ম্যাচটি হয়তো হতে যাচ্ছে মার্চের ১ তারিখ ভারত এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচটি।তবে সব আয়োজন হয়তো ভেস্তে যাবে যদি ভারত রাজি না থাকে পাকিস্তান গিয়ে টুর্নামেন্ট খেলতে।

বর্তমানে ভারত ছাড়া সবগুলো দলই পাকিস্তানে গিয়ে খেলছে। কিন্তু রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তানের মধ্যে কোন দ্বি-পাক্ষিক সিরিজ হয় না ২০১৩ সালের পর। ২০১৩ সালে সর্বশেষ দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তান দল ভারত সফর করেছিল।

ট্যাগ :

দুই মাসে পিয়াজের দাম বেড়েছে ৮০  শতাংশ , আলু ৫৫ শতাংশ

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের গ্রুপে ভারত-পাকিস্তান

প্রকাশিত : ০৬:১৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪

মাত্রই শেষ হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ।কিন্ত এরই মাঝে আগামী মার্চ-ফেব্রুয়ারীতে অনুষ্ঠিত হতে যাওয়া ৫০ ওভারের চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি প্রকাশ করেছে আয়োজক দেশ পাকিস্তান। সেই খসড়া সূচিতে দেখা যায় বাংলাদেশের গ্রুপের অপর দলগুলো হচ্ছে পাকিস্তান,ভারত এবং নিউজিল্যান্ড।

আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ৫০ ওভারের দ্বিতীয় বড় আসর চ্যাম্পিয়ন্স ট্রফি।তবে ১০ মার্চ ফাইনালের রিজার্ভ ডে হিসাবে রাখা হয়েছে। কিন্তু,ভারত কি পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশ নিবে কি না তা নিয়ে এখনো অনেক সংশয় রয়েছে। তবে ভারত অংশ নিচ্ছে সেটা বিবেচনা করেই খসড়া সূচি নির্ধারণ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বার্বাডোজে টি২০ বিশ্বকাপ ফাইনালের অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। সেখানে তিনি ১৫ ম্যাচের একটি শিডিউল জমা দিয়েছেন। ভারতের সব খেলা রাখা হয়েছে লাহোরে। নিরাপত্তা-সহ অন্যান্য বিষয়ের কথা মাথায় রেখে এই ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে আইসিসি-র এক সদস্য বলেন, “আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ ম্যাচের একটি খসড়া জমা দিয়েছে পিসিবি। এরমধ্যে ৭টি খেলা রাখা হয়েছে লাহোরে, ৩টি করাচিতে ও ৫টি রাউলপিণ্ডিতে। করাচিতে হবে উদ্বোধনী ম্যাচ। ২টি সেমিফাইনাল রাখা হয়েছে করাচি ও রাউলপিণ্ডিতে এবং ফাইনাল লাহোরে। তবে ভারতের সব ম্যাচ রাখা হয়েছে লাহোরে।”
খসড়া সেই সূচিতে দেখা যায়, এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী পাকিস্তান,ভারত ও নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে খেলবে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও আফগানিস্তান। দুই গ্রুপের সেরা দুই দল যাবে সেমিফাইনালে।তবে গ্রুপ পর্বের সেরা ম্যাচটি হয়তো হতে যাচ্ছে মার্চের ১ তারিখ ভারত এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচটি।তবে সব আয়োজন হয়তো ভেস্তে যাবে যদি ভারত রাজি না থাকে পাকিস্তান গিয়ে টুর্নামেন্ট খেলতে।

বর্তমানে ভারত ছাড়া সবগুলো দলই পাকিস্তানে গিয়ে খেলছে। কিন্তু রাজনৈতিক বৈরিতায় ভারত-পাকিস্তানের মধ্যে কোন দ্বি-পাক্ষিক সিরিজ হয় না ২০১৩ সালের পর। ২০১৩ সালে সর্বশেষ দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে পাকিস্তান দল ভারত সফর করেছিল।