টাঙ্গাইলের সদরে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আফজাল হোসেন (৩৫) নামে এক শীর্ষ মাদক বিক্রেতা নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ জুলাই) ভোর ৫টার দিকে সদর উপজেলার বেগুনটাল এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, বিপুল পরিমাণ ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যাব-১২ কোম্পানি কমান্ডার মেজর রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে র্যাব সদস্যরা সদর উপজেলার বেগুনটাল এলাকায় অভিযান চালায়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারী কয়েকজন মাদক ব্যবসায়ী গুলি বর্ষণ শুরু করে।
পরে র্যাব পাল্টা গুলি চালালে এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। তবে এ সময় এক মাদক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।




















