১১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪

আম্বানির ছেলের বিয়েতে খরচ কত?

বিবিসির বরাত দিয়ে সিএনবিসি জানায়, রিলায়্যান্স শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়েতে আনুমানিক ১১ বিলিয়ন থেকে ১৩ বিলিয়ন (১ হাজার ১০০ কোটি থেকে ১ হাজার ৩০০ কোটি) রুপি খরচ হয়েছে। যদিও এ পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ কেউ এ বিষয়ে কোনো অঙ্কের কথা প্রকাশ করেননি।

কারিশমা মানবানি লন্ডনে বিলাসী বিয়ের অনুষ্ঠান আয়োজনের একজন পরিকল্পনাকারী। ধনী পরিবারের বিয়ে নিয়ে কাজ করে থাকেন তিনি। সিএনবিসিকে কারিশমা বলেন, তাঁর মক্কেলরা বিয়েতে সাধারণত ২ লাখ ডলার থেকে ১০ লাখ ডলার খরচ করেন।

অন্যদিকে, অনুষ্ঠান ও বিয়ের পরিকল্পনায় সহায়তাকারী কোম্পানি প্রিস্টাইন ইভেন্টসের প্রতিষ্ঠাতা প্রিয়া সুগলানি সিএনবিসিকে বলেন, তাঁর মক্কেলরা বিয়েতে গড়পড়তা খরচ করেন ৪০ হাজার ডলার থেকে ১ লাখ ৩০ হাজার ডলার।বর অনন্তর বাবা মুকেশ আম্বানি এশিয়ার শীর্ষ ধনী। বিখ্যাত সাময়িকী ফোর্বসের হিসাবে তাঁর নিট সম্পদের পরিমাণ ১২২ দশমিক ৬ বিলিয়ন (১২ হাজার ২৬০ কোটি) মার্কিন ডলার। টাকার হিসাবে যা ১৩ লাখ ৪৮ হাজার ৬০০ কোটি (১ ডলার=১১০ টাকা হিসাবে)।

মুকেশ আম্বানির বড় ছেলে আকাশ আম্বানি (৩২) পারিবারিক টেলিকম ব্যবসা রিলায়্যান্স জিওর প্রধান। তাঁর জমজ বোন ইশা আম্বানি (৩২) পারিবারিক খুচরা ব্যবসা দেখাশোনা করেন। আর তাঁদের ছোট ভাই অনন্ত (২৯) নিজেদের জ্বালানি খাতের ব্যবসার দেখাশোনার দায়িত্ব নিয়েছেন।

এদিকে, ভোগের তথ্য অনুযায়ী, অনন্তর নববধূ রাধিকা (২৯) শত কোটিপতি ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী বীরেন মার্চেন্টের মেয়ে। তিনি বাবার প্রতিষ্ঠান এনকোর হেলথকেয়ারের বিপণন পরিচালক।

ভারতে একজন দম্পতি সারা জীবন যে উপার্জন করে থাকেন, বিয়েতে গড়পড়তা সেই আয়ের এক–পঞ্চমাংশ খরচ করেন তাঁরা। সে হিসাবে আম্বানিরা তাঁদের ছেলেমেয়েদের বিয়ের ধারাবাহিক অনুষ্ঠানে বলতে গেলে ভগ্নাংশ খরচ করছেন। যদিও এ খরচও দেশটির বেশির ভাগ মানুষের স্বপ্নের বাইরে।

আম্বানির সমালোচকেরা বলেন, তাঁর প্রতিষ্ঠান মূলত রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ফুলেফেঁপে উঠেছে। ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের মধ্যে ‘যোগসাজশের পুঁজিবাদী’ ব্যবস্থা ভারতে তাঁর মতো প্রতিষ্ঠানগুলোকে টিকে থাকতে সহায়তা করছে।

 

বিজনেস বাংলাদেশ/ফারুক

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সকালে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত

আম্বানির ছেলের বিয়েতে খরচ কত?

প্রকাশিত : ০৪:৪৭:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪

বিবিসির বরাত দিয়ে সিএনবিসি জানায়, রিলায়্যান্স শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়েতে আনুমানিক ১১ বিলিয়ন থেকে ১৩ বিলিয়ন (১ হাজার ১০০ কোটি থেকে ১ হাজার ৩০০ কোটি) রুপি খরচ হয়েছে। যদিও এ পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ কেউ এ বিষয়ে কোনো অঙ্কের কথা প্রকাশ করেননি।

কারিশমা মানবানি লন্ডনে বিলাসী বিয়ের অনুষ্ঠান আয়োজনের একজন পরিকল্পনাকারী। ধনী পরিবারের বিয়ে নিয়ে কাজ করে থাকেন তিনি। সিএনবিসিকে কারিশমা বলেন, তাঁর মক্কেলরা বিয়েতে সাধারণত ২ লাখ ডলার থেকে ১০ লাখ ডলার খরচ করেন।

অন্যদিকে, অনুষ্ঠান ও বিয়ের পরিকল্পনায় সহায়তাকারী কোম্পানি প্রিস্টাইন ইভেন্টসের প্রতিষ্ঠাতা প্রিয়া সুগলানি সিএনবিসিকে বলেন, তাঁর মক্কেলরা বিয়েতে গড়পড়তা খরচ করেন ৪০ হাজার ডলার থেকে ১ লাখ ৩০ হাজার ডলার।বর অনন্তর বাবা মুকেশ আম্বানি এশিয়ার শীর্ষ ধনী। বিখ্যাত সাময়িকী ফোর্বসের হিসাবে তাঁর নিট সম্পদের পরিমাণ ১২২ দশমিক ৬ বিলিয়ন (১২ হাজার ২৬০ কোটি) মার্কিন ডলার। টাকার হিসাবে যা ১৩ লাখ ৪৮ হাজার ৬০০ কোটি (১ ডলার=১১০ টাকা হিসাবে)।

মুকেশ আম্বানির বড় ছেলে আকাশ আম্বানি (৩২) পারিবারিক টেলিকম ব্যবসা রিলায়্যান্স জিওর প্রধান। তাঁর জমজ বোন ইশা আম্বানি (৩২) পারিবারিক খুচরা ব্যবসা দেখাশোনা করেন। আর তাঁদের ছোট ভাই অনন্ত (২৯) নিজেদের জ্বালানি খাতের ব্যবসার দেখাশোনার দায়িত্ব নিয়েছেন।

এদিকে, ভোগের তথ্য অনুযায়ী, অনন্তর নববধূ রাধিকা (২৯) শত কোটিপতি ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী বীরেন মার্চেন্টের মেয়ে। তিনি বাবার প্রতিষ্ঠান এনকোর হেলথকেয়ারের বিপণন পরিচালক।

ভারতে একজন দম্পতি সারা জীবন যে উপার্জন করে থাকেন, বিয়েতে গড়পড়তা সেই আয়ের এক–পঞ্চমাংশ খরচ করেন তাঁরা। সে হিসাবে আম্বানিরা তাঁদের ছেলেমেয়েদের বিয়ের ধারাবাহিক অনুষ্ঠানে বলতে গেলে ভগ্নাংশ খরচ করছেন। যদিও এ খরচও দেশটির বেশির ভাগ মানুষের স্বপ্নের বাইরে।

আম্বানির সমালোচকেরা বলেন, তাঁর প্রতিষ্ঠান মূলত রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ফুলেফেঁপে উঠেছে। ব্যবসায়ী ও সরকারি কর্মকর্তাদের মধ্যে ‘যোগসাজশের পুঁজিবাদী’ ব্যবস্থা ভারতে তাঁর মতো প্রতিষ্ঠানগুলোকে টিকে থাকতে সহায়তা করছে।

 

বিজনেস বাংলাদেশ/ফারুক