০২:২৯ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

শেরপুরে হয়ে গেলো ঐতিহ্যবাহী গরুর মই দৌড় প্রতিযোগিতা

দেশ থেকে হারিয়ে যাওয়া ঐতিহ্যেকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে অনুষ্ঠিত হয়ে গেলো গ্রামবাংলার গরুর মই দৌড় প্রতিযোগিতার ফাইনাল খেলার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মাঠে মই আর গরু নিয়ে হাজির প্রতিযোগিতারা। চারটি ষাঁড় গরু দিয়ে একটি মইয়ে থাকে দুজন মইয়েল। অবশেষে বাজে বাঁশি। শুরু হয় প্রতিযোগিতা গরুর দিয়ে মই দৌড়।

বৃহস্পতিবার বিকেলের দিকে শ্রীবরদী উপজেলার ভাটি লংগর পাড়া চরোবন এলাকায় এ খেলা অনুষ্ঠিত হয়।
গ্রামীণ ঐতিহ্যবাহী এই খেলা দেখতে ঢলনামে নানা বয়সী মানুষের। খেলাটি নিয়মিত আয়োজনের দাবি খেলা প্রেমি দর্শনার্থীদের।

তবে,একসময় গ্রামের আনন্দের অংশ ছিলো গরুর মই দৌড় প্রতিযোগিতা। কৃষিজীবী ও শ্রমজীবী মানুষরাই খেলার দর্শক ও আয়োজক ছিলো। কিন্তু সময়ের ব্যবধানে কালের পরিবর্তনে খেলাটি বিলুপ্তি প্রায়।
নিয়মিত আয়োজন না থাকলেও কমেনি এর জনপ্রিয়তা।গরু দিয়ে মই দৌড় খেলাটি যেখানেই আয়োজন করা হয় সেখানেই হাজির হয় নানা বয়সী মানুষ। বাদ যায়না ছোট্ট শিশুরাও।

খেলায় চারটি দল অংশ গ্রহণ করেন, মোট ১৬ টি গরু নিয়ে, এরমধ্যে দুটি দল বিজয় লাভ করেন।

বিজনেস বাংলাদেশ/এমএফ

ডাকসু নির্বাচনে দুপুরের মধ্যে প্যানেল ঘোষণা করবে ছাত্রদল

শেরপুরে হয়ে গেলো ঐতিহ্যবাহী গরুর মই দৌড় প্রতিযোগিতা

প্রকাশিত : ০৮:১৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪

দেশ থেকে হারিয়ে যাওয়া ঐতিহ্যেকে নতুন প্রজন্মের মাঝে তুলে ধরতে অনুষ্ঠিত হয়ে গেলো গ্রামবাংলার গরুর মই দৌড় প্রতিযোগিতার ফাইনাল খেলার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মাঠে মই আর গরু নিয়ে হাজির প্রতিযোগিতারা। চারটি ষাঁড় গরু দিয়ে একটি মইয়ে থাকে দুজন মইয়েল। অবশেষে বাজে বাঁশি। শুরু হয় প্রতিযোগিতা গরুর দিয়ে মই দৌড়।

বৃহস্পতিবার বিকেলের দিকে শ্রীবরদী উপজেলার ভাটি লংগর পাড়া চরোবন এলাকায় এ খেলা অনুষ্ঠিত হয়।
গ্রামীণ ঐতিহ্যবাহী এই খেলা দেখতে ঢলনামে নানা বয়সী মানুষের। খেলাটি নিয়মিত আয়োজনের দাবি খেলা প্রেমি দর্শনার্থীদের।

তবে,একসময় গ্রামের আনন্দের অংশ ছিলো গরুর মই দৌড় প্রতিযোগিতা। কৃষিজীবী ও শ্রমজীবী মানুষরাই খেলার দর্শক ও আয়োজক ছিলো। কিন্তু সময়ের ব্যবধানে কালের পরিবর্তনে খেলাটি বিলুপ্তি প্রায়।
নিয়মিত আয়োজন না থাকলেও কমেনি এর জনপ্রিয়তা।গরু দিয়ে মই দৌড় খেলাটি যেখানেই আয়োজন করা হয় সেখানেই হাজির হয় নানা বয়সী মানুষ। বাদ যায়না ছোট্ট শিশুরাও।

খেলায় চারটি দল অংশ গ্রহণ করেন, মোট ১৬ টি গরু নিয়ে, এরমধ্যে দুটি দল বিজয় লাভ করেন।

বিজনেস বাংলাদেশ/এমএফ