জামালপুরে দশ ঘন্টা পর মধ্য রাতে জেলা কারাগারের বন্দিদের বিদ্রোহ নিয়ন্ত্রণে এনেছে কারা কর্তৃপক্ষ। এ ঘটনায় ৬ বন্দি নিহত, জেলার সহ ১৪ কারারক্ষী ও ৫ বন্দি আহত হয়েছে। কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে অবস্থান করছেন সেনাবাহিনী।
বৃহস্পতিবার দুপুর থেকে কয়েদিরা কারাগার থেকে বের হওয়ার জন্য বিদ্রোহ ঘোষণা করলে কারা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলার বাহিনীর সহযোগিতায় বিদ্রোহীদের শান্ত করার চেষ্টা করে। কয়েদিরা কারাগারের ভিতরে বিভিন্ন রকম তাণ্ডব ও জিম্মি করার চেষ্টা করলে দিনভর আইনশৃঙ্খলা বাহিনী ও কারা কর্তৃপক্ষরা ফাঁকা গুলি ছুড়ে রাতে পরিবেশ নিয়ন্ত্রণে আসে।
আজ দুপুরে ছয় জন কয়েদির মৃত্যুর খবর নিশ্চিত করে জেলার আবু ফাত্তাহ জানান, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক ও বৈষম্যবিরোধী আন্দোলনে গ্রেফতারকৃতদের সরকার মুক্তি দিলে অন্যান্য কয়েদিরা মুক্তি দাবি করে গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদ্রোহ শুরু করে।
তিনি আরও জানান, এই ঘটনায় ৫ জন বন্দি ঘটনাস্থলে নিহিত হয় ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ জন মারা যায়। এতে জেলার আবু ফাত্তাহ সহ ১৪ কারারক্ষী আহত ও আরও ৫ জন বন্দি আহত হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কোন বন্দি পালাতে পারেনি। এছাড়াও কারাগারের ভেতরে থাকা হাসপাতাল বিভিন্ন ওয়ার্ড ও জেলার কক্ষ আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ডিএস