১০:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

জাকিরের পর শান্তর বিদায়, লড়াই করছেন সাদমান

রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনের শেষ সময়ে উইকেট না হারিয়ে দিনশেষ করেছিল বাংলাদেশ। তবে তৃতীয় দিনের শুরুটা ভালো হয়নি টাইগারদের। দিনের পঞ্চম ওভারে সাজঘরে ফিরেছেন জাকির হোসেন। ৫৮ বল খেলে ১২ রান করেছেন তিনি।

এরপর সাদমানকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করছেন অধিনায়ক শান্ত। ইনিংস বড় করতে পারেননি তিনি। ৪২ বলে ১৬ রান করে বোল্ড আউট হন এই বাঁহাতি ব্যাটার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৬৮ রান। সাদমান ২৬* রান এবং মুমিনুল হক ৭ রানে ব্যাট করছেন।

এর আগে দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের থেকে ৪২১ রানে পিছিয়েছিল টাইগাররা। পাকিস্তানের ৪৪৮ রানের জবাবে দিনের শেষ সময়ে ব্যাটিংয়ে নেমে মাত্র ১২ ওভার খেলতে পেরেছিল বাংলাদেশ।

তবে শাহিন-নাসিমদের বিপক্ষে নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে উইকেট শূন্য থেকে ২৭ রানে দ্বিতীয় দিন শেষ করেছে সাদমান ইসলাম ও জাকির হাসান। ৩০ বলে ১২ রান করে সাদমান এবং জাকির ৪২ বলে ১১ রান করে অপরাজিত রয়েছেন জাকির। এখান থেকেই তৃতীয় দিনের খেলা শুরু হয়।

এদিকে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে রান পাহাড় তৈরি করেছে পাকিস্তান। দ্বিতীয় দিনের শেষ সময়ে ৬ উইকেটে ৪৪৮ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। শাহিন ২৮* রানে এবং ১৭১ রানে অপরাজিত ছিলেন রিজওয়ান।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :
জনপ্রিয়

চট্টগ্রামে আজ তারেক রহমানের জনসভা

জাকিরের পর শান্তর বিদায়, লড়াই করছেন সাদমান

প্রকাশিত : ০১:১০:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪

রাওয়ালপিন্ডি টেস্টের দ্বিতীয় দিনের শেষ সময়ে উইকেট না হারিয়ে দিনশেষ করেছিল বাংলাদেশ। তবে তৃতীয় দিনের শুরুটা ভালো হয়নি টাইগারদের। দিনের পঞ্চম ওভারে সাজঘরে ফিরেছেন জাকির হোসেন। ৫৮ বল খেলে ১২ রান করেছেন তিনি।

এরপর সাদমানকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করছেন অধিনায়ক শান্ত। ইনিংস বড় করতে পারেননি তিনি। ৪২ বলে ১৬ রান করে বোল্ড আউট হন এই বাঁহাতি ব্যাটার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩২ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৬৮ রান। সাদমান ২৬* রান এবং মুমিনুল হক ৭ রানে ব্যাট করছেন।

এর আগে দ্বিতীয় দিন শেষে স্বাগতিকদের থেকে ৪২১ রানে পিছিয়েছিল টাইগাররা। পাকিস্তানের ৪৪৮ রানের জবাবে দিনের শেষ সময়ে ব্যাটিংয়ে নেমে মাত্র ১২ ওভার খেলতে পেরেছিল বাংলাদেশ।

তবে শাহিন-নাসিমদের বিপক্ষে নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে উইকেট শূন্য থেকে ২৭ রানে দ্বিতীয় দিন শেষ করেছে সাদমান ইসলাম ও জাকির হাসান। ৩০ বলে ১২ রান করে সাদমান এবং জাকির ৪২ বলে ১১ রান করে অপরাজিত রয়েছেন জাকির। এখান থেকেই তৃতীয় দিনের খেলা শুরু হয়।

এদিকে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে রান পাহাড় তৈরি করেছে পাকিস্তান। দ্বিতীয় দিনের শেষ সময়ে ৬ উইকেটে ৪৪৮ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। শাহিন ২৮* রানে এবং ১৭১ রানে অপরাজিত ছিলেন রিজওয়ান।

বিজনেস বাংলাদেশ/একে