কোন রাজনৈতিক দলের ওপর ক্ষোভ নেই জানিয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তারা ক্ষমা করে দিয়েছেন। কিন্তু যেসব ব্যক্তি অপরাধ করেছেন, তাদের শাস্তি পেতে হবে। এছাড়া তিনি তার নিজ দলের ভুলগুলো ধরিয়ে দেয়ারও আহ্বান জানিয়েছেন। এ সময় সমাজ থেকে ভয়ের সংস্কৃতি দূর হবে বলেও প্রত্যাশা তার।
বুধবার (২৮ আগস্ট) দুপুর ১২টায় গুলশানের লেকশোর হোটেলে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জামায়াতে ইসলামী কখনও ক্ষমতায় যাওয়ার সুযোগ পেলে গণমাধ্যমে কোনো হস্তক্ষেপ করবে না। সাংবাদিকরা কলম নিষ্ঠার সাথে চালালে মানুষ উপকৃত হবে, দেশ এগিয়ে যাবে। অতীতে জাতিকে হাত-পা বেঁধে আটকে রাখা হয়েছিল; কথা বলতে দেয়া হয়নি। সাংবাদিকরাও চাইলে সত্য বলতে পারেননি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘এখন সেই সময় নেই, পরিবর্তন হয়েছে। আসুন, সমাজের সবাইকে সাথে নিয়ে জাতীয় স্বার্থে এক হই। এই জায়গায় আমরা সমঝোতা করবো না। আপনাদের (সাংবাদিকদের) কলম মুক্ত হোক, চিন্তা স্বাধীন হোক। আপনারা যাতে নির্ভয়ে দায়িত্ব পালন করতে পারেন সেই ব্যবস্থা করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’
জামায়াতের আমির আরও বলেন, ‘আমাদের দলের হয়ে আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমরা যদি ক্ষমতায় আসি তবে সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা দেবো; ধর্মের ভিত্তিতে কোনও মূল্যায়ন করা হবে না। সংখ্যালঘু শব্দটা দিয়ে সমাজকে বিভক্তি করা হচ্ছে, আমরা তার পক্ষে না। এই সংস্কৃতি উঠে যাক – এটা আমরা চাই।’ বিদেশি রাষ্ট্রগুলোর প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘আপনারা আমাকে সাহায্য করেন; কিন্তু বাধ্য করবেন না। দেশের কোনও সিদ্ধান্ত দেশের মানুষই নেবে।’ সমাজ থেকে ভয়ের সংস্কৃতি দূর হবে — এমন প্রত্যাশা ব্যক্ত করে জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘শাসক যেন সমাজের কাউকেই দাস মনে না করে — এমন সমাজব্যবস্থা গড়ে তুলতে হবে। সমাজ থেকে ভয়ের সংস্কৃতি দূর করতে হবে।’
বিজনেস বাংলাদেশ/এমএফ


























