দিনাজপুরে সাবেক সাংসদ শিবলী সাদিক ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান দেলওয়ার হোসেনের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ এনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা (আদিবাসি) তাদের অস্থিত্ব রক্ষায় রাস্তায় নামতে বাধ্য হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় প্রভাবশালীরা জাল জালিয়াতি ও প্রতারনার মাধ্যমে আদিবাসিদের জমি জমা কেড়ে নিচ্ছে। নবাবগঞ্জ উপজেলায় সাবেক সাংসদ শিবলী সাদিক ও তার চাচা সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান দেলওয়ার হোসেন আদিবাসীদের মালিকানা ৭২ একর জমি জবর দখল করে রেখেছে। সোমবার (২ সেপ্টেম্বর) সকালে দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে আদিবাসী নেতা গণেশ হেমরন এ অভিযোগ করেন। গণেশ হেমরনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন শোভন মার্ডি, শুধু জমি দখল নয় দেলোওয়ার হোসেনের সন্ত্রাসী বাহিনী আদিবাসিদের উপর যে কোন অজুহাতে নির্যাতন চালিয়ে আসছে। অসাধু সরকারী কর্মকতাদের সহযোগিতায় আদিবাসিদের জমি দখল প্রক্রিয়া অব্যাহত রেখেছে। আমরা সংস্কার চাই। আদিবাসীদের জমিজমা রক্ষায় সরকারের একটি উচ্চ পর্যায়ে তদন্ত টিম গঠন করা হোক। আমাদের জমি আমাদের ফিরিয়ে দেওয়া হোক।
অভিযোগকারী আরও বলেন, এ বিষয়ে আওয়ামী সরকার প্রশাসনের বিভিন্ন ফোরামে এবং বিভিন্ন মন্ত্রণালয়ে অভিযোগ করেও কোন প্রতিকার পাই নাই। আদিবাসী ব্যতীত ভিন্ন সম্প্রদায় ভুক্ত এলাকার যে কোন ব্যক্তি জমি-জমা নিয়ে পরিবারের মধ্যে আন্তঃকলহ শুরু হলে সেই জমির মালিক বনে যান দেলোওয়ার হোসেন। এই দেলোওয়ার হোসেনের অত্যাচারে শত শত আদিবাসীরা এলাকা ছাড়া হয়েছে। অনেকে অত্যাচার সহৃ করতে না পেরে অত্যাচারিত হয়ে ভারতে চলে গেছে বলে তিনি অভিযোগ করেন। সংবাদ সম্মেলন শেষে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে আদিবাসী সম্প্রদায় প্রতিবাদ সমাবেশ করে। এসময় উপস্থিত ছিলেন রণজিৎ মার্ডি, আলতাফ হোসেন, উকিল হেমব্রম, গণেশ হেমব্রম, খুকুমনি হেমব্রম। নাম প্রকাশ না করার শর্তে এলাকার অনেকে জানান,সাবেক এমপি শিবলী সাদিক ও তার চাচা দেলওয়ার হোসেন যোগসাজসে বন বিভাগের বহু জমি এখন স্বপ্নপুরী দখলে। বন বিভাগ তাদের জমি উদ্ধারের জন্য আদালতে মামলা দায়ের করেছে। বর্তমানে মামলাগুলো বিচারাধীন।