১২:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪

জামালপুরে বিদ্যুৎ কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতি

জামালপুরে উৎপাদন বন্ধ থাকা শিকদার গ্রুপের ১শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন কেন্দ্রে “পাওয়ার প্যাক” দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য ও কর্মকর্তা-কর্মচারীদের হাত-পা বেঁধে কয়েক কোটি টাকার মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল।

বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার মোহাম্মদ আলমগীর হোসেন জানান, জামালপুর পৌর শহরের শাহপুরে অবস্থিত শিকদার গ্রুপের ১শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে গতকাল রাত সাড়ে ৭টার দিকে একদল দুর্বৃত্ত প্রবেশ করে। দুর্বৃত্তরা প্রথমে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের হাত-পা বেধে ফেলে। এরপর প্ল্যান্টে কর্মরত প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তা কর্মচারী ২২ জন কে অস্ত্রের মুখে জিম্মি করে একটি ভবনে আটকে রাখে। পরে প্ল্যান্টের ভেতরে থাকা কয়েকটি কন্টেইনার থেকে মুল্যবান ক্যাবল ও অন্যান্য যন্ত্রাংশ লুট করে।

এ ছাড়াও অফিস থেকে মুল্যবান উপকরণ, সিসি ক্যামেরার ড্রাইভ, কম্পিউটার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় ডাকাতরা। এ বিষয়ে জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, প্রায় ৮শ কোটি টাকা ব্যায়ে নির্মিত শিকদার গ্রুপের ১শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন কেন্দ্র পাওয়ার প্যাক মতিয়ারা’য় গত ২০১৬ সালের ২৭ নভেম্বর বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালের ১ মার্চ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি উদ্বোধন করেন। জ্বালানী সংকটে গত ২০২২ সালে বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়। ফার্নেস ওয়েল ব্যবহার করে উৎপাদনে থাকা বিদ্যুৎ কেন্দ্রটির গ্যাস ব্যবহারের অনুমতিও ছিলো।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

বিসিবির কাছ থেকে মোটা অঙ্কের বোনাস পাচ্ছেন ক্রিকেটাররা

জামালপুরে বিদ্যুৎ কেন্দ্রে দুর্ধর্ষ ডাকাতি

প্রকাশিত : ০৬:৩৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪

জামালপুরে উৎপাদন বন্ধ থাকা শিকদার গ্রুপের ১শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন কেন্দ্রে “পাওয়ার প্যাক” দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার রাতে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য ও কর্মকর্তা-কর্মচারীদের হাত-পা বেঁধে কয়েক কোটি টাকার মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল।

বৃহস্পতিবার দুপুরে বিদ্যুৎ কেন্দ্রের ম্যানেজার মোহাম্মদ আলমগীর হোসেন জানান, জামালপুর পৌর শহরের শাহপুরে অবস্থিত শিকদার গ্রুপের ১শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে গতকাল রাত সাড়ে ৭টার দিকে একদল দুর্বৃত্ত প্রবেশ করে। দুর্বৃত্তরা প্রথমে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের হাত-পা বেধে ফেলে। এরপর প্ল্যান্টে কর্মরত প্রকৌশলী ও অন্যান্য কর্মকর্তা কর্মচারী ২২ জন কে অস্ত্রের মুখে জিম্মি করে একটি ভবনে আটকে রাখে। পরে প্ল্যান্টের ভেতরে থাকা কয়েকটি কন্টেইনার থেকে মুল্যবান ক্যাবল ও অন্যান্য যন্ত্রাংশ লুট করে।

এ ছাড়াও অফিস থেকে মুল্যবান উপকরণ, সিসি ক্যামেরার ড্রাইভ, কম্পিউটার ও মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় ডাকাতরা। এ বিষয়ে জামালপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, প্রায় ৮শ কোটি টাকা ব্যায়ে নির্মিত শিকদার গ্রুপের ১শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন কেন্দ্র পাওয়ার প্যাক মতিয়ারা’য় গত ২০১৬ সালের ২৭ নভেম্বর বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালের ১ মার্চ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি উদ্বোধন করেন। জ্বালানী সংকটে গত ২০২২ সালে বিদ্যুৎ কেন্দ্রটির উৎপাদন বন্ধ হয়ে যায়। ফার্নেস ওয়েল ব্যবহার করে উৎপাদনে থাকা বিদ্যুৎ কেন্দ্রটির গ্যাস ব্যবহারের অনুমতিও ছিলো।

বিজনেস বাংলাদেশ/ডিএস