০৯:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

গাজীপুরে শিল্প কলকারখানা রক্ষায় যুবদলের অবস্থান কর্মসূচি

“তারেক রহমানের নির্দেশ, সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত বাংলাদেশ; শিল্প কলকারখানা ধ্বংসের ষড়যন্ত্রকারী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ”- এই স্লোগানকে সামনে রেখে দুষ্কৃতকারীদের হাত থেকে গাজীপুরের মহানগরীর তিন সড়ক ও সালনা এলাকার শিল্প কলকারখানা রক্ষার্থে বৃহস্পতিবার দুপুরে মহানগর যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসময় নগরীর তিন সড়ক এলাকায় ও সালনা রোডের ইউটা গার্মেন্টস ও কোলোটেক্স গার্মেন্টস পরিদর্শন করে অবস্থান কর্মসূচি শেষে একটি র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবাল। এতে উপস্থিত ছিলেন- মহানগর যুবদলের সদস্য ইসমাইল হোসেন, আবুল হোসেন, গাজীপুর মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক প্রীতম, সবুজ, রবিন ও ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রাফসানজানি খন্দকার সজল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আওয়ামী দুষ্কৃতকারীরা একেক সময় একেক ধরনের ছদ্মবেশ ধারণ করে কলকারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করছে। এখন তারা আবার শ্রমিক বেশে কারখানা ভাঙচুর ও অগ্নিসংযোগের পাঁয়তারা করছে। আমরা সন্ত্রাসীদের প্রতিহত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গাজীপুর মহানগর যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি।

কোনো প্রকার নাশকতার পাঁয়তারা করা হলে তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে।

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে, মাথা নিচু করে নয়

গাজীপুরে শিল্প কলকারখানা রক্ষায় যুবদলের অবস্থান কর্মসূচি

প্রকাশিত : ০৬:৪৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪

“তারেক রহমানের নির্দেশ, সন্ত্রাস ও নৈরাজ্যমুক্ত বাংলাদেশ; শিল্প কলকারখানা ধ্বংসের ষড়যন্ত্রকারী অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ”- এই স্লোগানকে সামনে রেখে দুষ্কৃতকারীদের হাত থেকে গাজীপুরের মহানগরীর তিন সড়ক ও সালনা এলাকার শিল্প কলকারখানা রক্ষার্থে বৃহস্পতিবার দুপুরে মহানগর যুবদলের উদ্যোগে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসময় নগরীর তিন সড়ক এলাকায় ও সালনা রোডের ইউটা গার্মেন্টস ও কোলোটেক্স গার্মেন্টস পরিদর্শন করে অবস্থান কর্মসূচি শেষে একটি র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক সৈয়দ ফারহাজ বিন ফয়েজ প্রবাল। এতে উপস্থিত ছিলেন- মহানগর যুবদলের সদস্য ইসমাইল হোসেন, আবুল হোসেন, গাজীপুর মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক প্রীতম, সবুজ, রবিন ও ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী রাফসানজানি খন্দকার সজল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, আওয়ামী দুষ্কৃতকারীরা একেক সময় একেক ধরনের ছদ্মবেশ ধারণ করে কলকারখানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করছে। এখন তারা আবার শ্রমিক বেশে কারখানা ভাঙচুর ও অগ্নিসংযোগের পাঁয়তারা করছে। আমরা সন্ত্রাসীদের প্রতিহত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে গাজীপুর মহানগর যুবদল ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি।

কোনো প্রকার নাশকতার পাঁয়তারা করা হলে তাদের শক্ত হাতে প্রতিহত করা হবে।

বিজনেস বাংলাদেশ/ডিএস