১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪

ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৫

ছবি : সংগৃহীত

গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও মাদরাসা এলাকায় টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজন পুরুষ, একজন নারী ও একটি শিশু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় চার বছরের এক ছেলে শিশু এবং অটোরিকশার চালকসহ তিনজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। পরে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর আহত অটোরিকশাচালককে ঢাকায় পাঠানো হয়েছে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এক নারীসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পর এক শিশুর মৃত্যু হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন গণমাধ্যমকে জানান, তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। আহত অটোরিকশা চালকসহ দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ডিএস

জনপ্রিয়

ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৫

প্রকাশিত : ১০:৩৩:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪

গাজীপুরের কালীগঞ্জে কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও মাদরাসা এলাকায় টঙ্গী-ঘোড়াশাল বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে তিনজন পুরুষ, একজন নারী ও একটি শিশু।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাভার্ডভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চার যাত্রী নিহত হন। গুরুতর আহত অবস্থায় চার বছরের এক ছেলে শিশু এবং অটোরিকশার চালকসহ তিনজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। পরে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া গুরুতর আহত অটোরিকশাচালককে ঢাকায় পাঠানো হয়েছে।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এক নারীসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও স্থানীয়রা হাসপাতালে নেওয়ার পর এক শিশুর মৃত্যু হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন গণমাধ্যমকে জানান, তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। আহত অটোরিকশা চালকসহ দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ডিএস