০৬:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

দক্ষিণ আফ্রিকা সিরিজে সাকিবের খেলার ব্যাপারে যা জানাল বিসিবি

ছবি: এপি

পাকিস্তানের পর ভারতের বিপক্ষে সিরিজেও খেলছেন সাকিব আল হাসান। তবে গত ৫ আগস্ট আওয়ামী লিগ সরকারের পতনের পর আর দেশে আসেননি সাকিব। বাংলাদেশ দলের পরবর্তী সিরিজ ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আগামী মাসে দুই টেস্টের সিরিজ খেলতে প্রোটিয়ারা বাংলাদেশে আসবে। হত্যা মামলার আসামী সাকিব কি সেই সিরিজ খেলতে বাংলাদেশে আসবেন?- এমন প্রশ্ন ঘুরছে অনেকেরই মাথায়।

আগামী মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সে সিরিজে সাকিবের খেলতে বাধা নেই বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস। ছবি: এপি

গত মাসে আওয়ামী লীগ সরকারের পতনের পর অধিকাংশ আওয়ামী লীগ নেতা কর্মীই আত্মগোপনে আছেন। অনেকেই গ্রেপ্তার হয়েছেন বিভিন্ন মামলায়। এদের বেশিরভাগের বিরুদ্ধেই হয়েছে হত্যা মামলা। গণঅভ্যুত্থানের সময় সাকিব দেশে না থাকলেও সাবেক এই সংসদ সদস্যের নামেও হয়েছে হত্যা মামলা। তাই সাকিবের ক্রিকেটিং ক্যারিয়ার নিয়ে নানা শঙ্কা দানা বাঁধছে।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দুঃসময়ে সাকিবের পাশে দাঁড়িয়েছে। সংস্থাটি ঘোষণা দিয়েছে যে, দোষী সাব্যস্ত হওয়ার আগ পর্যন্ত জাতীয় দলের দরজা সাকিবের জন্য খোলা। কিন্তু হত্যা মামলার খড়গ মাথায় নিয়ে সাকিব কি দেশে ফিরবেন?

মিরপুরে গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) সাকিবের বিষয়ে ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস বলেন, ‘সাকিব আল হাসানের ব্যাপারে আমার মনে হয় মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় আইন উপদেষ্টা এবং মাননীয় ক্রীড়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশ সরকার থেকে যে পরিষ্কার বার্তাটা আছে—যে মামলাগুলো হয়েছে, এ ব্যাপারে কাউকে অন্যায়ভাবে হেনস্তা করা হবে না।’

তিনি যোগ করেন ‘আমরা মনে করি, সাকিবের ব্যাপারে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তারা তাদের অবস্থান খুব সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন।’

ফিট থাকলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে সাকিবের না খেলার কারণ দেখেন না নাফীস, ‘চোটের সমস্যা না থাকলে এবং নির্বাচন (দলে থাকা না থাকা) জড়িত কোনো ইস্যু না থাকে, এখন পর্যন্ত বাংলাদেশে যে হোম সিরিজ আছে, সাকিবের না খেলার কোনো কারণ আমি ব্যক্তিগতভাবে দেখছি না।’

বিজনেস বাংলাদেশ/ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

কৃষকের মেরুদণ্ড শক্তশালী হলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে: ফারজানা শারমিন পুতুল

দক্ষিণ আফ্রিকা সিরিজে সাকিবের খেলার ব্যাপারে যা জানাল বিসিবি

প্রকাশিত : ১১:৫৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

পাকিস্তানের পর ভারতের বিপক্ষে সিরিজেও খেলছেন সাকিব আল হাসান। তবে গত ৫ আগস্ট আওয়ামী লিগ সরকারের পতনের পর আর দেশে আসেননি সাকিব। বাংলাদেশ দলের পরবর্তী সিরিজ ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আগামী মাসে দুই টেস্টের সিরিজ খেলতে প্রোটিয়ারা বাংলাদেশে আসবে। হত্যা মামলার আসামী সাকিব কি সেই সিরিজ খেলতে বাংলাদেশে আসবেন?- এমন প্রশ্ন ঘুরছে অনেকেরই মাথায়।

আগামী মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সে সিরিজে সাকিবের খেলতে বাধা নেই বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস। ছবি: এপি

গত মাসে আওয়ামী লীগ সরকারের পতনের পর অধিকাংশ আওয়ামী লীগ নেতা কর্মীই আত্মগোপনে আছেন। অনেকেই গ্রেপ্তার হয়েছেন বিভিন্ন মামলায়। এদের বেশিরভাগের বিরুদ্ধেই হয়েছে হত্যা মামলা। গণঅভ্যুত্থানের সময় সাকিব দেশে না থাকলেও সাবেক এই সংসদ সদস্যের নামেও হয়েছে হত্যা মামলা। তাই সাকিবের ক্রিকেটিং ক্যারিয়ার নিয়ে নানা শঙ্কা দানা বাঁধছে।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দুঃসময়ে সাকিবের পাশে দাঁড়িয়েছে। সংস্থাটি ঘোষণা দিয়েছে যে, দোষী সাব্যস্ত হওয়ার আগ পর্যন্ত জাতীয় দলের দরজা সাকিবের জন্য খোলা। কিন্তু হত্যা মামলার খড়গ মাথায় নিয়ে সাকিব কি দেশে ফিরবেন?

মিরপুরে গতকাল সোমবার (২৩ সেপ্টেম্বর) সাকিবের বিষয়ে ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস বলেন, ‘সাকিব আল হাসানের ব্যাপারে আমার মনে হয় মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় আইন উপদেষ্টা এবং মাননীয় ক্রীড়া উপদেষ্টা খুব স্পষ্টভাবে বলেছেন, বাংলাদেশ সরকার থেকে যে পরিষ্কার বার্তাটা আছে—যে মামলাগুলো হয়েছে, এ ব্যাপারে কাউকে অন্যায়ভাবে হেনস্তা করা হবে না।’

তিনি যোগ করেন ‘আমরা মনে করি, সাকিবের ব্যাপারে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তারা তাদের অবস্থান খুব সুস্পষ্টভাবে ব্যক্ত করেছেন।’

ফিট থাকলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে সাকিবের না খেলার কারণ দেখেন না নাফীস, ‘চোটের সমস্যা না থাকলে এবং নির্বাচন (দলে থাকা না থাকা) জড়িত কোনো ইস্যু না থাকে, এখন পর্যন্ত বাংলাদেশে যে হোম সিরিজ আছে, সাকিবের না খেলার কোনো কারণ আমি ব্যক্তিগতভাবে দেখছি না।’

বিজনেস বাংলাদেশ/ডিএস