কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক আমিনুল হককে ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটির সদস্যসচিব করা হয়েছে মোস্তফা জামানকে।
গতকাল সোমবার (০৪ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি, চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি, সিলেট মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটি, ময়ময়নসিংহ দক্ষিণ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি এবং শেরপুর জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে।
ঢাকা উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন- যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর, ফেরদৌসী আহমেদ মিষ্টি, আব্দুর রাজ্জাক (দপ্তর)কমিটির দপ্তরের দায়িত্ব পালন করবেন।
আমিনুল হক দেশের ফুটবল তথা ক্রীড়া অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্রের নাম। তিনি বাংলাদেশী সাবেক পেশাদার ফুটবল খেলোয়াড়। তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় মুক্তিযোদ্ধা সংসদ এবং বাংলাদেশ জাতীয় দলের হয়ে একজন গোলরক্ষক হিসেবে খেলেছেন। তিনি “সর্বকালের সেরা বাংলাদেশী গোলরক্ষক” হিসেবেও অভিহিত হয়ে থাকেন।তার নেতৃত্বেই সর্বশেষ সাফ চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ফুটবল থেকে অবসরের পর বিএনপিতে যোগ দেন তিনি। দলটিতে ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পান আমিনুল হক। পরে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন তিনি। মোহাম্মদ আমিনুল হক ১৯৮০ সালের ৫ই অক্টোবর তারিখে বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। কমিটির গঠনের ২ মাসের মাথায় তা ভেঙে দেওয়া হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, আহ্বায়ক সাইফুল আলম নিরব ও সদস্য সচিব ফুটবলার আমিনুল হকের নেতৃত্বে গঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি বিলুুপ্ত ঘোষণা করা হলো। শিগগিরই ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।
বিজনেস বাংলাদেশ/ডিএস






















