০৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

বিশ্বকাপ বাছাইয়ের জন্য বিশ্বজয়ী আর্জেন্টিনার শক্তিশালী দল ঘোষণা

ক্লাব ফুটবলের ব্যস্ততা এখন চরমে। ইতোমধ্যে দলগুলো পয়েন্ট টেবিলের শীর্ষে থাকতে লড়াই করছে শক্তভাবে। এমন ব্যস্ত সূচির মাঝেই চলতি মাসে হাজির হচ্ছে আরও এক ফিফা উইন্ডো। চলতি বছরে শেষবারের মতো মাঠের খেলায় দেখা যাবে আন্তর্জাতিক দলগুলোকে।

নভেম্বরে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে দুটি করে ম্যাচ রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। ওই অঞ্চলের ভিন্ন ভিন্ন দলের মুখোমুখি এই দুই দল।

ইতোমধ্যে এই দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এবার দল ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ঘোষিত স্কোয়াডে রাখা হয়েছে ২৮ জনকে।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে দল ঘোষণা করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ঘোষিত দলে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন দলের এক নম্বর গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এছাড়া ইনজুরি কাটিয়ে ফিরেছেন আলেহান্দ্রো গারনাচো ও নিকোলাস গঞ্জালেজ।

চলতি মাসের ১৫ তারিখ ভোর সাড়ে ৫টায় প্যারাগুয়ের মাঠে তাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ২০ নভেম্বর সকাল ৬টায় ঘরের মাঠে পেরুর বিপক্ষে নামবে মেসি-মার্টিনেজরা।

আসন্ন বিশ্বকাপের লাতিন অঞ্চলের বাছাইপর্বে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। ১০ ম্যাচের মধ্যে ৭টিতে জয় এবং একটিতে ড্র করেছে বিশ্বচ্যাম্পিয়নরা। সমান ম্যাচ খেলে ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে কলম্বিয়া। তিনে থাকা উরুগুয়ে এবং চারে থাকা ব্রাজিলের পয়েন্ট ১৬ করে।

আর্জেন্টিনা স্কোয়াড
এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরোনিমা রুল্লি, নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্টিয়াল, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজেল্লা, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েন পেরেজ, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, এজাকুয়েল প্যালাসিও, রদ্রি গো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সোলসো, এনজো বারেনেকা, থিয়াগো আলমাদা, ফুকুন্দো বুনানোত্তি, নিকোলাস পাজ, লিওনেল মেসি, আলেজান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেজ, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ ও ভ্যালেন্তিনো ক্যাস্তেলানোস।

বিজনেস বাংলাদেশ/ডিএস

 

ট্যাগ :
জনপ্রিয়

কৃষকের মেরুদণ্ড শক্তশালী হলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে: ফারজানা শারমিন পুতুল

বিশ্বকাপ বাছাইয়ের জন্য বিশ্বজয়ী আর্জেন্টিনার শক্তিশালী দল ঘোষণা

প্রকাশিত : ১১:৩৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪

ক্লাব ফুটবলের ব্যস্ততা এখন চরমে। ইতোমধ্যে দলগুলো পয়েন্ট টেবিলের শীর্ষে থাকতে লড়াই করছে শক্তভাবে। এমন ব্যস্ত সূচির মাঝেই চলতি মাসে হাজির হচ্ছে আরও এক ফিফা উইন্ডো। চলতি বছরে শেষবারের মতো মাঠের খেলায় দেখা যাবে আন্তর্জাতিক দলগুলোকে।

নভেম্বরে লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে দুটি করে ম্যাচ রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার। ওই অঞ্চলের ভিন্ন ভিন্ন দলের মুখোমুখি এই দুই দল।

ইতোমধ্যে এই দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এবার দল ঘোষণা করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ঘোষিত স্কোয়াডে রাখা হয়েছে ২৮ জনকে।

মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে দল ঘোষণা করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ঘোষিত দলে নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন দলের এক নম্বর গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এছাড়া ইনজুরি কাটিয়ে ফিরেছেন আলেহান্দ্রো গারনাচো ও নিকোলাস গঞ্জালেজ।

চলতি মাসের ১৫ তারিখ ভোর সাড়ে ৫টায় প্যারাগুয়ের মাঠে তাদের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ২০ নভেম্বর সকাল ৬টায় ঘরের মাঠে পেরুর বিপক্ষে নামবে মেসি-মার্টিনেজরা।

আসন্ন বিশ্বকাপের লাতিন অঞ্চলের বাছাইপর্বে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। ১০ ম্যাচের মধ্যে ৭টিতে জয় এবং একটিতে ড্র করেছে বিশ্বচ্যাম্পিয়নরা। সমান ম্যাচ খেলে ১৯ পয়েন্ট নিয়ে দুইয়ে কলম্বিয়া। তিনে থাকা উরুগুয়ে এবং চারে থাকা ব্রাজিলের পয়েন্ট ১৬ করে।

আর্জেন্টিনা স্কোয়াড
এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরোনিমা রুল্লি, নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্টিয়াল, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজেল্লা, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েন পেরেজ, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, এজাকুয়েল প্যালাসিও, রদ্রি গো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জিওভানি লো সোলসো, এনজো বারেনেকা, থিয়াগো আলমাদা, ফুকুন্দো বুনানোত্তি, নিকোলাস পাজ, লিওনেল মেসি, আলেজান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেজ, জুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ ও ভ্যালেন্তিনো ক্যাস্তেলানোস।

বিজনেস বাংলাদেশ/ডিএস