১২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫

কালবেলার যুগ্ম সম্পাদক হিসেবে যোগদান করলেন চাদঁপুরের সন্তান আলাউদ্দিন আরিফ

দুর্নীতি দমন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র‍্যাক) কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সভাপতি মো: আলাউদ্দিন আরিফ পাঠকনন্দিত পত্রিকা ‘দৈনিক কালবেলা’র যুগ্ম সম্পাদক পদে অধিষ্ঠিত হয়েছেন।

বুধবার (১ ডিসেম্বর) কালবেলা কর্তৃপক্ষ আলাউদ্দিন আরিফকে বিশেষ প্রতিনিধির পদ পরিবর্তন করে যুগ্ম সম্পাদক পদ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে। গতকাল  থেকেই এটি কার্যকর হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া বিদায়ী বছরের ৬ই অক্টোবর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য হিসেবে নিয়োগ পান আলাউদ্দিন আরিফ।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব মো. ইব্রাহিম ভুঞা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৪-এর বিধানমতে ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে মো. আলাউদ্দিন তিন বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন।

দেশসেরা ক্রাইম রিপোর্টারদের অন্যতম আলাউদ্দিন আরিফ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাধারণ সম্পাদক পদেও অতীতে দায়িত্ব পালন করেছেন।

কালবেলায় যোগদানের আগে তিনি দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও প্রতিদিনের বাংলাদেশে বিশেষ প্রতিনিধি, দৈনিক যুগান্তর, দেশ রূপান্তর ও আমার দেশে সিনিয়র রিপোর্টার এবং দৈনিক জনকণ্ঠে মহানগর সংবাদদাতা হিসেবে সফলতার সঙ্গে কাজ করেছেন।

আলাউদ্দিন আরিফ চাঁদপুর জেলার কচুয়া উপজেলার আশরাফপুর গ্রামের মরহুম মাওলানা আরিফুর রহমান চৌধুরী ও আনোয়ারা বেগমের বড় ছেলে।

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লা (উঃ) জেলা স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিল অনুষ্ঠিত

কালবেলার যুগ্ম সম্পাদক হিসেবে যোগদান করলেন চাদঁপুরের সন্তান আলাউদ্দিন আরিফ

প্রকাশিত : ০৫:৩৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫

দুর্নীতি দমন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র‍্যাক) কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সভাপতি মো: আলাউদ্দিন আরিফ পাঠকনন্দিত পত্রিকা ‘দৈনিক কালবেলা’র যুগ্ম সম্পাদক পদে অধিষ্ঠিত হয়েছেন।

বুধবার (১ ডিসেম্বর) কালবেলা কর্তৃপক্ষ আলাউদ্দিন আরিফকে বিশেষ প্রতিনিধির পদ পরিবর্তন করে যুগ্ম সম্পাদক পদ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করে। গতকাল  থেকেই এটি কার্যকর হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া বিদায়ী বছরের ৬ই অক্টোবর সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদস্য হিসেবে নিয়োগ পান আলাউদ্দিন আরিফ।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের উপসচিব মো. ইব্রাহিম ভুঞা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইন, ২০১৪-এর বিধানমতে ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে মো. আলাউদ্দিন তিন বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন।

দেশসেরা ক্রাইম রিপোর্টারদের অন্যতম আলাউদ্দিন আরিফ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাধারণ সম্পাদক পদেও অতীতে দায়িত্ব পালন করেছেন।

কালবেলায় যোগদানের আগে তিনি দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও প্রতিদিনের বাংলাদেশে বিশেষ প্রতিনিধি, দৈনিক যুগান্তর, দেশ রূপান্তর ও আমার দেশে সিনিয়র রিপোর্টার এবং দৈনিক জনকণ্ঠে মহানগর সংবাদদাতা হিসেবে সফলতার সঙ্গে কাজ করেছেন।

আলাউদ্দিন আরিফ চাঁদপুর জেলার কচুয়া উপজেলার আশরাফপুর গ্রামের মরহুম মাওলানা আরিফুর রহমান চৌধুরী ও আনোয়ারা বেগমের বড় ছেলে।