১২:২৫ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

সাইফ আলি খানকে ছুরিকাঘাত করা সেই চোর গ্রেফতার

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত : ০৩:৪০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
  • 65

 

বলিউড নবাব খ্যাত সাইফ আলি খানকে ছুরিকাঘাত করা চোরকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। গ্রেফতার ওই যুবককে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে, সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া যায় এই চোরের ছবি।

জানা গেছে, হামলাকারীকে ইতোমধ্যে বান্দ্রা পুলিশ স্টেশনে নেয়া হয়েছে। এই ঘটনার পেছনে আরও কোনো পরিকল্পনা ছিল কিনা- তা জানার চেষ্টায় আছে পুলিশ।

এর আগে, বুধবার গভীর রাতে এই বলিউড অভিনেতার বাড়িতে হানা দেয় চোর। সে ঘরে ঢোকার চেষ্টা করলে সাইফ আলি খানের ঘুম ভেঙে যায়। তিনি বাঁধা দেয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে একাধিকবার বলিউড তারকাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্ত।

পরে রক্তাক্ত অবস্থায় লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় সাইফকে। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। অস্ত্রোপচারের পর অভিনেতা এখন শঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। সাইফকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

ছলিমপুরে গণসংযোগে আসলাম চৌধূরীর স্ত্রী-কন্যা: নারীর ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের অঙ্গীকার

সাইফ আলি খানকে ছুরিকাঘাত করা সেই চোর গ্রেফতার

প্রকাশিত : ০৩:৪০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

 

বলিউড নবাব খ্যাত সাইফ আলি খানকে ছুরিকাঘাত করা চোরকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। গ্রেফতার ওই যুবককে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে, সিসিটিভি ফুটেজ থেকে পাওয়া যায় এই চোরের ছবি।

জানা গেছে, হামলাকারীকে ইতোমধ্যে বান্দ্রা পুলিশ স্টেশনে নেয়া হয়েছে। এই ঘটনার পেছনে আরও কোনো পরিকল্পনা ছিল কিনা- তা জানার চেষ্টায় আছে পুলিশ।

এর আগে, বুধবার গভীর রাতে এই বলিউড অভিনেতার বাড়িতে হানা দেয় চোর। সে ঘরে ঢোকার চেষ্টা করলে সাইফ আলি খানের ঘুম ভেঙে যায়। তিনি বাঁধা দেয়ার চেষ্টা করলে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে একাধিকবার বলিউড তারকাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্ত।

পরে রক্তাক্ত অবস্থায় লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় সাইফকে। সেখানেই তিনি চিকিৎসাধীন রয়েছেন। অস্ত্রোপচারের পর অভিনেতা এখন শঙ্কামুক্ত আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। সাইফকে আইসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।