তামিলনাড়ুর কৃষ্ণগিরি জেলার একটি সরকারি স্কুলে ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রী তিনজন শিক্ষকের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছেন।বুধবার শিশুদের যৌন অপরাধ থেকে সুরক্ষা (পকসো) আইনের বিভিন্ন ধারায় গ্রেপ্তারের পর তিন অভিযুক্তকেই ১৫ দিনের রিমান্ড দিয়েছে অভিযুক্তপাঠানো হয়েছে।
স্কুলছাত্রীর বাবা-মায়ের দায়ের করা অভিযোগের ভিত্তিতে, তিন অভিযুক্ত শিক্ষককে (পকসো) আইনের বিভিন্ন ধারায় বরখাস্ত করা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে,” তিনি আরও যোগ করেন।
“কৃষ্ণগিরি জেলার একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১৩ বছর বয়সী এক ছাত্রীকে তিনজন শিক্ষক যৌন নির্যাতনের অভিযোগ করেছেন। জেলা শিক্ষা কর্মকর্তা (ডিইও) তিনজন শিক্ষককে বরখাস্ত করেছেন এবং যৌন অপরাধ থেকে শিশুদের সুরক্ষা (পকসো) আইনের বিভিন্ন ধারায় গ্রেপ্তার করেছেন। অভিযুক্ত শিক্ষকদের ১৫ দিনের জন্য পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে,” কৃষ্ণগিরির কালেক্টর সি দীনেশ কুমার এ তথ্য নিশ্চিত করেছে।পুলিশের জানায়, ২ জানুয়ারী স্কুলের শৌচাগারের ভেতরে এই অপরাধ সংঘটিত হয়েছিল।
বিষয়টি সম্পর্কে অবগত একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানান যে, ঘটনাটি ২রা ফেব্রুয়ারী প্রকাশ্যে আসে, কথিত অপরাধ সংঘটিত হওয়ার এক মাস পর, যখন ছাত্রীর বাবা-মা প্রধান শিক্ষককে নির্যাতনের কথা জানান।
তথ্য পাওয়ার পর, জেলা শিক্ষা কর্মকর্তা (ডিইও) এবং শিশু হেল্পলাইন শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ শুরু করে।
সুত্র- হিন্দুস্থান টাইমস
বিজনেস বাংলাদেশ/ডিএস






















