গত বছরের শুরুর দিকে বাংলাদেশ ক্রিকেটের নির্বাচক প্যানেল থেকে মিজহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সরে যান। এরপরই দায়িত্ব পান গাজী আশরাফ হোসেন লিপু ও হান্নান সরকার। তবে এক বছর পূরণ না হতেই নির্বাচক প্যানেল থেকে সরে দাঁড়িয়েছেন হান্নান।
বিসিবি থেকে দায়িত্ব ছাড়ার সময়ই হান্নান জানিয়েছিলেন, কোচিংয়ে যোগ দেবেন তিনি। এবার ঘরোয়া লিগের অন্যতম জনপ্রিয় ক্লাব আবাহনীর প্রধান কোচ হিসেবে নতুন কাজ শুরু করলেন তিনি। শুক্রবার (৭ জানুয়ারি) গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বয়সভিত্তিক ও জাতীয় দল মিলিয়ে মোট ৮ বছর ৮ মাস নির্বাচকের দায়িত্ব পালন করছেন সাবেক এই ক্রিকেটার। এবার যোগ দিলেন নতুন পেশায়।
আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) দিয়ে আবাহনীর হয়ে কাজ শুরু করবেন হান্নান। ক্লাবটির প্রধান কোচের দায়িত্ব সামলাবেন সাবেক এই ক্রিকেটার। তার সঙ্গে সহকারী কোচ হিসেবে আবাহনীতে কাজ করবেন তারেক আজিজ খান।
এর আগে বিসিবির চাকরি ছাড়া প্রসঙ্গে হান্নান বলেছিলেন, আমি আমার ভবিষ্যতের কথা চিন্তা করে দায়িত্ব ছাড়ছি। আমার কাছে মনে হয়েছে যে ভবিষ্যতে কোচিংয়ে গেলে আমি যতটুকু উপকৃত হব, আমার থেকে বাংলাদেশ ক্রিকেটও উপকৃত হবে। তো আমার মনে হয়েছে যে এখনই (বিসিবির পদ) ছাড়ার সঠিক সময়। এখন মনে হচ্ছে যে লোকাল কোচদের ওপর বিসিবির আলাদা একটা নজর আছে এ কারণেই।
ডিএস../