শেয়ারবাজারে তালিকাভুক্ত শাহজালাল ইসলামী ব্যাংকের চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন ১৮) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ৩ শতাংশ। আগের বছরের একই সময়ের তুলনায় এই ইপিএস বেড়েছে।
কোম্পানিটির চলতি বছরের প্রথমার্ধের অনিরীক্ষিত হিসাবে এ তথ্য পাওয়া গেছে।
প্রথমার্ধে কোম্পানির সমন্বিত শেয়ার প্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.০১ টাকা। যার পরিমাণ আগের বছর একই সময়ে হয়েছিল ০.৯৮ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.০৩ টাকা বা ৩ শতাংশ।
এদিকে ২য় প্রান্তিকে (এপ্রিল-জুন ১৮) সমন্বিত ইপিএস হয়েছে ০.৬০ টাকা। যা এর আগের বছর একই সময়ে ছিল ০.৪৯ টাকা। এ হিসাবে ইপিএস বেড়েছে ০.১১ টাকা বা ২২ শতাংশ।
চলতি বছরের ৩০ জুন ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাড়িঁয়েছে ১৮.৬৫ টাকায়।

























