রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে অজ্ঞাত এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে যাত্রাবাড়ীর কাজলা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী বলেন, ওই গৃহবধুর নাম জানা যায়নি। বয়স আনুমানিক ২২ হবে। সে কাজলা এলাকায় স্বামী ও শ্বশুর-শাশুড়িকে নিয়ে থাকতো। ঘটনার পর শ্বশুর-শাশুড়ি ও স্বামী সেলিম পালিয়ে গেছে।
তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এমন ধারণা করে ওসি জানান, লাশটি উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে বিষয়টি বিস্তারিত জানা যাবে।


























