সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন।
শনিবার সন্ধ্যার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় তাঁকে ফুল দিয়ে বরণ করেন স্থানীয় নেতাকর্মীরা।
তাঁর সফরসঙ্গী ছোট ছেলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন জানান, আমার বাবা বর্তমানে শারীরিক ও মানসিকভাবে আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ আছেন। তিনি তার বাবার জন্য দেশবাসীর নিকট দোয়ার প্রার্থনা করেন।
ডিএস..






















