রাজধানীর কাওরান বাজারে আলোচিত পুলিশের উপর হামলার ঘটনায় জড়িত প্রধান দুই আসামি মোঃ শাহীন আলম (২৭) ও মোঃ দিন ইসলাম কালু (২৩)কে আজ ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখ দুপুরে কাওরান বাজার এলাকা হতে গ্রেপ্তার করেছে র্যাব-২।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রয়ারি ২০২৫ ইং তারিখ তেজগাঁও থানার একটি টহল দল কাওরান বাজার এলাকায় টহলরত থাকাকালীন চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ শাহীন আলম (২৭)কে মাদক বিক্রি করতে দেখলে গ্রেপ্তার করে। তখন উক্ত মাদক ব্যবসায়ী পালানোর চেষ্টা করে এবং চিৎকার করে অন্য মাদক ব্যবসায়ীদের একত্রে করে দেশীয় অস্ত্র চাপাতি ও ছুরি দিয়ে পুলিশের টহল দলের উপর হামলা করে আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।
উক্ত ঘটনায় তেজগাঁও থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এই ঘটনায় দেশ ব্যাপী বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ায় আলোচনার সৃষ্টি হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে র্যাব এ বিষয়ে আসামিদেরকে গ্রেপ্তারের লক্ষে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-২ এর একটি আভিযানিক দল অদ্য ২৭ ফেব্রুয়ারী ২০২৫ ইং তারিখ দুপুরে আসামিদ্বয়কে কাওরান বাজার এলাকা হতে গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মোঃ শাহীন আলম কাওরান বাজার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী তার নেতৃত্বে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড পরিচালিত হয়। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মাদক ও দস্যুতা মামলা রয়েছে।
আসামিদ্বয়কে গ্রেফতার পূর্বক প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষন করে অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিএস,,.























