ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক ও তার স্ত্রী পপি রানী ভৌমিকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (৩ মার্চ) সংস্থাটির ঢাকা জেলার সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করা হয়। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, আকাশ কুমার ভৌমিকের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৪ কোটি ৯৬ লাখ ১৯৬ টাকার সম্পদের তথ্য পেয়েছে দুদক। এই সম্পদ অর্জন করে ভোগদখলে রাখার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইনে তার বিরুদ্ধে মামলা করেন দুদকের উপ- পরিচালক মো. আহসানুল কবীর পলাশ।
অপরদিকে, পপি রানী ভৌমিক জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৪ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ৬৪৯ টাকা মূল্যের সম্পদ অর্জন ও ভোগ দখলে রেখেছেন। এ অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইনে আরেকটি মামলা দায়ের করা হয়। পপি রানী ভৌমিক মেসার্স প্রভাতী অ্যান্ড কোম্পানি নামে একটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানেরও মালিক।
ডিএস../


























