০৫:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

কুমিল্লায় শিশুকে ধর্ষণচেষ্টায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দিতে এক শিশুকে (৯) ধর্ষণচেষ্টার অভিযোগে ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী।

গ্রেপ্তার ব্যক্তির নাম তাজিনদার সিং (৫০)। তিনি ভারতের পাঞ্জাবের লুধিয়ানা শহরের বাসিপাঠানা গ্রামের বাসিন্দা।

জানা যায়, বৃহস্পতিবার সকালে দাউদকান্দি উপজেলার রায়পুর সিংগুলা গ্রামের এক ব্যক্তির ভাড়াটিয়া বাসায় ধর্ষণচেষ্টার এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি ভারতীয় নাগরিক তাজিনদার সিং দীর্ঘদিন ধরে উপজেলার মোহাম্মদপুর এলাকায় অ্যাগ্রো এমবুস লিমিটেড নামে একটি ফ্যাক্টরিতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। সিংগুলায় বাসা ভাড়া নিয়ে থাকেন। বৃহস্পতিবার সকালে ওই শিশুকে চকলেট দেওয়ার কথা বলে টেনে নিজের কক্ষে নিয়ে যান তাজিনদার। পরে ধর্ষণের চেষ্টা করলে আশপাশের লোকজন তাকে আটক করে।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আমিনুল ইসলাম এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যান।

ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগের পর দাউদকান্দি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে আমরা ভারতীয় নাগরিক তাজিনদার সিংকে আটক করে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ডিএস../

ট্যাগ :
জনপ্রিয়

ঝিনাইদহে চোর সন্দেহে পিটিয়ে হত্যা

কুমিল্লায় শিশুকে ধর্ষণচেষ্টায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার

প্রকাশিত : ০৪:০৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫

কুমিল্লার দাউদকান্দিতে এক শিশুকে (৯) ধর্ষণচেষ্টার অভিযোগে ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী।

গ্রেপ্তার ব্যক্তির নাম তাজিনদার সিং (৫০)। তিনি ভারতের পাঞ্জাবের লুধিয়ানা শহরের বাসিপাঠানা গ্রামের বাসিন্দা।

জানা যায়, বৃহস্পতিবার সকালে দাউদকান্দি উপজেলার রায়পুর সিংগুলা গ্রামের এক ব্যক্তির ভাড়াটিয়া বাসায় ধর্ষণচেষ্টার এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তি ভারতীয় নাগরিক তাজিনদার সিং দীর্ঘদিন ধরে উপজেলার মোহাম্মদপুর এলাকায় অ্যাগ্রো এমবুস লিমিটেড নামে একটি ফ্যাক্টরিতে ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। সিংগুলায় বাসা ভাড়া নিয়ে থাকেন। বৃহস্পতিবার সকালে ওই শিশুকে চকলেট দেওয়ার কথা বলে টেনে নিজের কক্ষে নিয়ে যান তাজিনদার। পরে ধর্ষণের চেষ্টা করলে আশপাশের লোকজন তাকে আটক করে।

দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. আমিনুল ইসলাম এবং সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যান।

ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগের পর দাউদকান্দি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, খবর পেয়ে আমরা ভারতীয় নাগরিক তাজিনদার সিংকে আটক করে থানায় নিয়ে আসি। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের হয়েছে। আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ডিএস../