সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন রেহানার বিরুদ্ধে এবার মুজিববর্ষ পালনের নামে রাষ্ট্রের চার হাজার কোটি নষ্টের অভিযোগ খতিয়ে দেখা শুরু করেছে দুদক। অনুসন্ধানে গঠিত ৭ সদস্যের উচ্চতর কমিটি তথ্য সংগ্রহ বিভিন্ন দফতরে পাঠিয়েছে চিঠি। এদিকে অবৈধ সম্পদ পেয়ে মামলা করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জের সাবেক এমপি আব্দুল ওয়াদুদের বিরুদ্ধে।
বুধবার (৯ এপ্রিল) দুদকে শেখ হাসিনা ও তার বোন রেহানার বিরুদ্ধে এ অভিযোগ দেয়া হয়।
দুদকে অভিযোগ জমা দিতে গিয়ে নাগরিক কমিটির সারজিস আলম জানান, অতীতে দুদককে ব্যবহার করে অনেকে গড়েছেন সাম্রাজ্য।
ব্যাপক আয়োজনে ২০২০ সালে শেখ মুজিবুর জন্মশত বার্ষিকী উপলক্ষে তৎকালীন আওয়ামী লীগ সরকার রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে অফিস-আদালত, দেশে-বিদেশি নানা কর্মসূচি হাতে নেয়।
দুদকের অভিযোগে বলা হচ্ছে, প্রায় চার হাজার কোটি টাকা ব্যয় করে মুজিব বর্ষ পালন ও শেখ মুজিবুরের ১০ হাজারের বেশি ম্যুরাল ও ভাস্কর্য নির্মাণ করে রাষ্ট্রের অর্থ অপচয় করা হয়েছে। এসব অর্থ শেখ হাসিনা, তার বোন শেখ রেহানাসহ সংশ্লিষ্ট বিভিন্ন মানুষ লুটপাট করেন বলে অভিযোগ রয়েছে। যা খতিয়ে দেখতে ৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
মামলা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আব্দুল ওদুদ ও তার স্ত্রীর বিরুদ্ধে ২০০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে।
দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, সাত সদস্যের একটি কমিটি এই অনুসন্ধান করেছে, গত জানুয়ারি মাসে এ বিষয়ে অনুসন্ধান শুরু হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। আমাদের অনুসন্ধান দল অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছেন।
এদিন জাতীয় নাগরিক পার্টির দুই নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম দুদকে অভিযোগ জমা দিতে এসে বলেন, দুদককে ব্যবহার করে বিগত সরকারের সময় অনেকে সাম্রাজ্য গড়ে তুলেছেন। অনেককে হয়রানি করা হয়েছে বলেও অভিযোগ করেন।তাদের প্রত্যাশা দুদকের চেয়ারম্যানের নেতৃত্বে নতুন কমিশন জনমানুষের আকাঙ্খা পূরণ করবে।
ডিএস./