সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে এবং মাদকমুক্ত সমাজ বিনির্মানে নিয়মিত খেলাধুলা ও শারীরিক পরিচর্যার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য ও রাবেয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান সাংবাদিক জাহাঙ্গীর আলম।
শুক্রবার (১১ এপ্রিল) বিকেলে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা কাজীরখীল ক্রীড়া এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনাল খেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।
এসময় আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে আর্ত-মানবতার সেবায় যেকোনো সামাজিক কর্মকান্ডে রাবেয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে সবমসময় পাশে থাকার অঙ্গিকারও ব্যক্ত করেন তিনি।
জমজমাট এ ফাইনাল খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন ছদাহা জানার পাড়া ফুটবল একাদশ বনাম পদুয়া ফ্রেন্ডস সার্কেল এফ সি ফুটবল একাদশ। ৯০ মিনিটের টানটান উত্তেজনাময় ফাইনাল খেলার প্রথমার্ধে কোন পক্ষ গোলের দেখা পায়নি। পরে দ্বিতীয়ার্ধে শুরু হওয়ার ৫ মিনিটের মধ্যে ছদাহা জানার পাড়া ফুটবল একাদশ একটি গোল করতে সক্ষম হয়। এরপর ৫ মিনিটের মধ্যে পদুয়া ফ্রেন্ডস সার্কেল এফ সি ফুটবল একাদশ একটি গোল করে খেলা ড্র করেন। এরপর খেলা শেষ মূহুর্তে ২৫ মিনিটের মাথায় ছদাহা জানার পাড়া ফুটবল একাদশ আরও একটি গোল করে ২-১ গোলে বিজয় লাভ করেন।
স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলামের সভাপতিত্বে জমজমাট ফাইনাল খেলায় সাতকানিয়া উপজেলা এলডিপি’র সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, প্রবাসী আবুল হোসেন, বিশিষ্ট সমাজসেবক খোরশেদ আলম, মুহাম্মদ আইয়ুব, আবদুস সবুর, নুরুচ্ছফা, শাহাদাত সহ আরো অনেকেই বিশেষ অতিথির বক্তব্য রাখেন।
খেলা পরিচালনা করেন ক্রীড়া শিক্ষক, প্রফেসর শহীদুল ইসলাম। খেলায় যৌথভাবে ধারাবর্ণনা করেন মুহাম্মদ মঞ্জুর আলম, আবছার সুমন ও আমিন।
এছাড়াও কাজীরখীল ক্রীড়া এসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ আরিফ, সিনিয়র সহ-সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক নোমান, যুগ্ম-সাধারণ সম্পাদক এনাম, সাংগঠনিক সম্পাদক তারেক, প্রচার সম্পাদক ইমন, ক্রীড়া সম্পাদক জাহেদ, অর্থ সম্পাদক মিসকাত, ধর্ম বিষয়ক সম্পাদক মুফাচ্ছির, সহ-অর্থ সম্পাদক মাহিন, সদস্য যথাক্রমে ফয়সাল, মাঈনু, আরমান, নাজিম, জাহেদ, রিয়াদ, ইফতি সহ সংগঠনের সকল সদস্য ও স্থানীয় ক্রীড়ামোদি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে বিজয়ী এবং পরাজিত দুই দলকে ট্রফি তুলে দেন অতিথিরা।
ডিএস.