রংধনু গ্রুপের হেড অফ মিডিয়া ও নৃত্যপরিচালক মো. সাইফুল ইসলামকে মাদকদ্রব্যসহ আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বৃহস্পতিবার (১০এপ্রিল) রাজধানীর বনানী থেকে ডিএনসি ঢাকা উত্তর কার্যালয়ের গুলশান সার্কেলের সদস্যরা তাকে আটক করেন।
শুক্রবার (১১এপ্রিল) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মেট্রো উত্তর কার্যালয়ের উপ-পরিচালক শামীম আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেন।
শামীম আহম্মেদ বলেন, গতকাল বৃহস্পতিবার রাতে মাদকবিরোধী অভিযানে বনানী থেকে সাইফুলসহ আরও দুইজনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৬ কেজি সিসা, সিসা সেবনের হুক্কা ১৩ টি, খালি মদের বোতল ১৬ টি ও ৩টি মোবাইল সেট জব্দ করা হয়।
জব্দকৃত মাদক ও আটক আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
ডিএস./