দুদক ১ম অভিযান পরিচালনা করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অনুকূলে অস্তিত্বহীন প্রকল্পের নামে বরাদ্দকৃত সরকারী অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, রাঙ্গামাটি হতে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে এনফোর্সমেন্ট টিম পার্বত্য জেলা পরিষদ, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিদর্শনপূর্বক অভিযোগ সংক্রান্ত বিষয়ে নথিপত্র সংগ্রহ করে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জানান, অর্থ বরাদ্দে অনিয়মের সংবাদ প্রকাশিত হওয়ায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মৌখিক নির্দেশে অর্থ বরাদ্দ স্থগিত রয়েছে। অভিযানকালে অভিযোগের সত্যতা পাওয়া যায়, তবে বরাদ্দকৃত অর্থ এখনও প্রদান করা হয়নি মর্মে টিম নিশ্চিত হয়েছে। অভিযোগসমূহ বিস্তারিতভাবে যাচাইয়ের নিমিত্ত টিম কর্তৃক প্রয়োজনীয় রেকর্ডপত্র সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।
দুদক ২য় অভিযানে সড়ক ও জনপথ অধিদপ্তরের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে টেন্ডার প্রদানে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা থেকে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে টিম দৈবচয়নের ভিত্তিতে কয়েকটি প্রকল্পের নথিপত্র যাচাই-বাছাই করে। সংগৃহীত রেকর্ডপত্র এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পর্যালোচনায় সড়ক ও জনপথের বিভিন্ন প্রকল্পের টেন্ডারে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স (National Development Engineers) -এর কার্যাদেশ প্রাপ্তির ক্ষেত্রে জাল ও ভুয়া রেকর্ডপত্র দাখিলের অভিযোগের সত্যতা রয়েছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়।
জাল ও ভুয়া রেকর্ডপত্র দাখিলের শাস্তিস্বরুপ সড়ক ও জনপথ অধিদপ্তর NDE-কে ৬ মাসের জন্য ডিবার (Debar) করেছে মর্মে টিম তথ্য পায়। এনফোর্সমেন্ট টিম অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র বিশ্লেষণ শেষে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।
দুদক তৃতীয় অভিযানে বাংলাদেশ শিপিং কর্পোরেশন, চট্টগ্রাম -এ স্বজনপ্রীতি, নাবিকদের হয়রানি, নাবিক সিলেকশনে অনিয়ম, নানাবিধ অনিয়ম ও বৈষম্য সৃষ্টির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ থেকে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনাকালে এনফোর্সমেন্ট টিম অভিযোগকারীদের সাথে কথা বলে প্রাথমিক তথ্য সংগ্রহ করে। অতঃপর অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক পর্যালোচনায় বেশ কিছু অভিযোগের সত্যতা রয়েছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়। অভিযানকালে অভিযোগের বিষয়ে যাবতীয় রেকর্ডপত্রাদি সংগ্রহ করেছে এনফোর্সমেন্ট টিম, যা পর্যালোচনান্তে টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।