১২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫

সীতাকুণ্ডে দুর্বৃত্তদের হামলায় যুবলীগ নেতা খুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকাল ৫টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোপ্তাখালী এলাকায় সাত ভাই ওয়ালা বাড়ীর সামনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন, মুরাদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও গোপ্তাখালী এলাকার বাসিন্দা আবু তাহের বলির পুত্র মোঃ মুসলিম উদ্দিন (৪০)। নিহত মুসলিম উদ্দিন একই ওয়ার্ডের যুবলীগের যুগ্ম-সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদপুর ইউনিয়নে অবস্থিত কোস্টাল পেপার মিল প্রকাশ কোস্টাল গ্যাস ফিল্ড থেকে বের হয়ে প্রাইভেটকার যোগে পূর্ব দিকে যাচ্ছিলেন মুসলিম উদ্দিন। এ সময় সাত ভাই ওয়ালা বাড়ীর সামনে আসলে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে গাড়ী থেকে নামিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে। এক পর্যায়ে তাকে ফেলে চলে যায় দুর্বৃত্তরা। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সূত্র আরো জানায়, আওয়ামী আমলে কোস্টাল গ্যাস ফিল্ডের জমি ক্রয় সংক্রান্ত বিষয়ে মুসলিম উদ্দিন জড়িত ছিল। গত ৫ আগস্টের পর এ নিয়ে তার সাথে স্থানীয় কয়েক ব্যক্তির দ্বন্দ্ব শুরু হয়।

এদিকে ঘটনাস্থল থেকে সীতাকুণ্ড মডেল থানার এস আই আশরাফ জানান, মুরাদপুরের গোপ্তাখালী এলাকায় বিকাল ৫টার দিকে মুসলিম উদ্দিনের গাড়ী ব্যারিকেড দিয়ে একদল লোক তাকে এলোপাতাড়ি কোপালে তিনি গুরুতর আহত হন। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান। পরিবারের সাথে কথা বলে খুনের ঘটনায় বিস্তারিত জানার চেষ্টা করছি।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, ঘটনাস্থলে আমি এস আই আশরাফের নেতৃত্বে ফোর্স পাঠিয়েছি। বিস্তারিত এখনও জানা যায়নি।

ট্যাগ :
জনপ্রিয়

ভুটানের পথে সানজিদারা

সীতাকুণ্ডে দুর্বৃত্তদের হামলায় যুবলীগ নেতা খুন

প্রকাশিত : ০৪:৫৮:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকাল ৫টার দিকে উপজেলার মুরাদপুর ইউনিয়নের গোপ্তাখালী এলাকায় সাত ভাই ওয়ালা বাড়ীর সামনে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন, মুরাদপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও গোপ্তাখালী এলাকার বাসিন্দা আবু তাহের বলির পুত্র মোঃ মুসলিম উদ্দিন (৪০)। নিহত মুসলিম উদ্দিন একই ওয়ার্ডের যুবলীগের যুগ্ম-সম্পাদক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদপুর ইউনিয়নে অবস্থিত কোস্টাল পেপার মিল প্রকাশ কোস্টাল গ্যাস ফিল্ড থেকে বের হয়ে প্রাইভেটকার যোগে পূর্ব দিকে যাচ্ছিলেন মুসলিম উদ্দিন। এ সময় সাত ভাই ওয়ালা বাড়ীর সামনে আসলে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে গাড়ী থেকে নামিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে। এক পর্যায়ে তাকে ফেলে চলে যায় দুর্বৃত্তরা। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সূত্র আরো জানায়, আওয়ামী আমলে কোস্টাল গ্যাস ফিল্ডের জমি ক্রয় সংক্রান্ত বিষয়ে মুসলিম উদ্দিন জড়িত ছিল। গত ৫ আগস্টের পর এ নিয়ে তার সাথে স্থানীয় কয়েক ব্যক্তির দ্বন্দ্ব শুরু হয়।

এদিকে ঘটনাস্থল থেকে সীতাকুণ্ড মডেল থানার এস আই আশরাফ জানান, মুরাদপুরের গোপ্তাখালী এলাকায় বিকাল ৫টার দিকে মুসলিম উদ্দিনের গাড়ী ব্যারিকেড দিয়ে একদল লোক তাকে এলোপাতাড়ি কোপালে তিনি গুরুতর আহত হন। এরপর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনি মারা যান। পরিবারের সাথে কথা বলে খুনের ঘটনায় বিস্তারিত জানার চেষ্টা করছি।

সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, ঘটনাস্থলে আমি এস আই আশরাফের নেতৃত্বে ফোর্স পাঠিয়েছি। বিস্তারিত এখনও জানা যায়নি।