০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

ভূমিকম্পে কাঁপলো ইসলামাবাদ

পাকিস্তানের ইসলামাবাদ, অ্যাটক, খাইবার পাখতুনখোয়ার কিছু অংশে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল ১০ দশটা ৮ মিনিটে আঘাত হানে।

এর কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলের ২৩০ কিলোমিটার গভীরে। পেশোয়ার, মারদান, সোয়াত, নওশেরা, সোয়াবি, অ্যাটক এবং উত্তর ওয়াজিরিস্তানসহ অন্যান্য স্থানেও ভূমিকম্পের খবর পাওয়া গেছে।

এই অঞ্চল ও আশেপাশের এলাকার বাসিন্দারা উল্লেখযোগ্য কম্পনের কথা জানিয়েছেন।

ভারতের সঙ্গে সংঘাতের মধ্যেই দেশটির রাজধানীতে ভূমিকম্প অনুভূত হলো।

ভারতের ‌‘অপারেশন সিঁদুর’ এর প্রতিশোধ হিসাবে পাকিস্তানও অভিযান শুরু করেছে। এর নাম দেওয়া হয়েছে, ‘অপারেশন বুনিয়ান-মারসুস’। পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ দাবি করেছে, ভারত নতুন করে তাদের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর জবাবে ভারতের পাঠানকোট, উধমপুরসহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা।

এদিকে শনিবার ভোর পৌনে ছয়টার দিকে শ্রীনগরে কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। শহরজুড়ে এখন পুরোপুরি ব্ল্যাকআউট চলছে। এর আগে ভারত এবং পাকিস্তান দুই দেশই দাবি করেছে যে, শুক্রবার দিবাগত রাতে তাদের ওপরে অপর দেশ থেকে হামলা হয়েছে।

সূত্র: জিও নিউজ

ডিএস./

মাদ্রাসা ও এতিমখানার নতুন ভবন উদ্বোধন করলেন ড. খন্দকার মোশাররফ

ভূমিকম্পে কাঁপলো ইসলামাবাদ

প্রকাশিত : ০১:২৭:২১ অপরাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

পাকিস্তানের ইসলামাবাদ, অ্যাটক, খাইবার পাখতুনখোয়ার কিছু অংশে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল ১০ দশটা ৮ মিনিটে আঘাত হানে।

এর কেন্দ্রস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলের ২৩০ কিলোমিটার গভীরে। পেশোয়ার, মারদান, সোয়াত, নওশেরা, সোয়াবি, অ্যাটক এবং উত্তর ওয়াজিরিস্তানসহ অন্যান্য স্থানেও ভূমিকম্পের খবর পাওয়া গেছে।

এই অঞ্চল ও আশেপাশের এলাকার বাসিন্দারা উল্লেখযোগ্য কম্পনের কথা জানিয়েছেন।

ভারতের সঙ্গে সংঘাতের মধ্যেই দেশটির রাজধানীতে ভূমিকম্প অনুভূত হলো।

ভারতের ‌‘অপারেশন সিঁদুর’ এর প্রতিশোধ হিসাবে পাকিস্তানও অভিযান শুরু করেছে। এর নাম দেওয়া হয়েছে, ‘অপারেশন বুনিয়ান-মারসুস’। পাকিস্তানের রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ দাবি করেছে, ভারত নতুন করে তাদের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর জবাবে ভারতের পাঠানকোট, উধমপুরসহ বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা।

এদিকে শনিবার ভোর পৌনে ছয়টার দিকে শ্রীনগরে কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। শহরজুড়ে এখন পুরোপুরি ব্ল্যাকআউট চলছে। এর আগে ভারত এবং পাকিস্তান দুই দেশই দাবি করেছে যে, শুক্রবার দিবাগত রাতে তাদের ওপরে অপর দেশ থেকে হামলা হয়েছে।

সূত্র: জিও নিউজ

ডিএস./