তিন সিটি নির্বাচনে এজেন্ট বের করে দেওয়া নিয়ে বিএনপি যে অভিযোগ করেছে তা মিথ্যা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ। তিনি বলেন, ‘এটা বিএনপির পুরনো অভ্যাস। পরাজয়ের শঙ্কা থেকেই বিএনপি এমন অভিযোগ করছে।’
সোমবার দুপুরে দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচনের তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, ‘নির্বাচন উৎসবমুখর পরিবেশে হচ্ছে। দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও অপ্রীতিকর পরিস্থিতির প্রমাণ পাওয়া যায়নি। বিএনপি সুনির্দিষ্ট প্রমাণ দিক যে কোন কেন্দ্র থেকে তাদের এজেন্ট বের করা হয়েছে। নির্বাচন প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি এমন অভিযোগ করছে।’
তিনি আরও জানান, ‘বরিশালের দু’টি কেন্দ্র থেকে আওয়ামী লীগের এজেন্টকে বের করে দেওয়া হয়েছে।’
সিলেটেও বিএনপি বিশৃঙ্খলা করেছে দাবি করে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সিলেটের জালাল উদ্দিন স্কুল ও মিরাবাজার কেন্দ্রে ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে ব্যর্থ হয়েছে তারা।
তবে দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন অবাধ ও সুষ্ঠু হচ্ছে দাবি করে হানিফ বলেন, পরাজয়ের আশঙ্কা থেকেই বিএনপি অভিযোগ করেছে। বিএনপি সুনির্দিষ্ট প্রমাণ দিক যে কোন কেন্দ্র থেকে তাদের এজেন্ট বের করা হয়েছে। নির্বাচন প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি এমন অভিযোগ করছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, এ কে এম এনামুল হক শামীম, খালিদ মাহামুদ চৌধুরী, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, উপ- দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।
























