রাজশাহীর বাগমারা উপজেলা তাহেরপুর কলেজের পাশে আট বছরের এক বাকপ্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বাগমারা থানার অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলাম জানান, সোমবার (২৩ জুন) রাতে তাহেরপুর কলেজের পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা শিশুটিকে দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগিতায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়।পুলিশ বলছে, উদ্ধারকৃত বাকপ্রতিবন্ধী শিশুটি ধর্ষণের শিকার হয়েছে সে আলামত পাওয়া গেছে। বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন। সোমবার রাত সাড়ে তিনটায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না পেলেও, বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ। ইতোমধ্যে প্রকৃত অপরাধীদের ধরতে বিভিন্ন ইউনিট মাঠে নেমেছে বলে ও জানায় পুলিশের এই কর্মকর্তা।



















