পাঁচ কার্যদিবস পর উত্থানে ফিরেছে দেশের উভয় শেয়ারবাজার। মঙ্গলবার উভয় শেয়ারবাজারের সব সূচক বেড়েছে।
এদিন সূচকের সঙ্গে বেড়েছে হাত বদল হওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।
ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৩০৩ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১০ ও ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১২৫১ ও ১৮৮১ পয়েন্টে। অপর শেয়ারবাজার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬৩২৫ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে সিএসই-৫০ সূচক ৮, সিএসই-৩০ সূচক ১২৫, সিএসসিএক্স ৭২ ও সিএসআই ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১৭৫, ১৪৩৫৮, ৯৮৭৯ ও ১১১৭ পয়েন্টে।
জানা গেছে, আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৭৩২ কোটি ৪৭ লাখ টাকার। যা আগের দিন থেকে ১১৮ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৬১৪ কোটি টাকার। অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৩৪ কোটি ৩১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৯ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ৫৩ কোটি টাকার।
মঙ্গলবার ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৯০টির, কমেছে ১০৪টির ও অপরিবর্তিত রয়েছে ৪১টির দর। আর সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ১৩২টির, কমেছে ৭৯টির ও অপরিবর্তিত রয়েছে ২৮টির দর।

























