ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড। বুধবার শেয়ারটির দর বেড়েছে ২ টাকা ৯০ পয়সা বা ৯.৯০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, বুধবার শেয়ারটি সর্বশেষ ৩২ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।
এদিন কোম্পানিটি এক হাজার ৪৮ বারে ১৫ লাখ ৪১ হাজার ২৮৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৮৮ লাখ টাকা। গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল হাউজিং ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। বুধবার কোম্পানিটির দর বেড়েছে ৪ টাকা ৩০ পয়সা বা ৯.৮২ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৪৮ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটি ১১৪ বারে ২ লাখ ৯০ হাজার ৩৯৭টি শেয়ার লেনদেন করে।
যার বাজার মূল্য এক কোটি ৩৯ লাখ টাকা। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রভাতি ইন্স্যুরেন্স, ওয়াটা কেমিক্যাল, ইন্টারন্যাশনাল লিজিং ফিন্যঅন্সিয়াল অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, এসইএমএল লেকচার ইক্যুয়িটি ম্যানেজমেন্ট ফান্ড, রেনউইক যজ্ঞেশ্বর, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স, হামিদ ফেব্রিক্স ও সোনালী আঁশ লিমিটেড।

























