০৫:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৮ অগাস্ট ২০২৫

পাবনা-২-এর জনআস্থার প্রতীক সেলিম রেজা হাবিবের প্রত্যাবর্তন

পাবনা-২ আসনের রাজনীতিতে নতুন করে প্রাণের সঞ্চার ঘটেছে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী এ কে এম সেলিম রেজা হাবিব–এর প্রত্যাবর্তনে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং জনগণের আস্থার ভরসায় তিনি আবারও জাতীয় সংসদে ফেরার স্বপ্ন দেখছেন। রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলায় পাবনার সন্তান সেলিম রেজা হাবিবের রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল ছাত্রজীবন থেকেই। তিনি ১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন ছষ্ঠ জাতীয় সংসদে। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও জয় পেয়ে কেন্দ্রীয় রাজনীতিতে নিজের অবস্থান আরও দৃঢ় করেন। যদিও পরবর্তী কয়েকটি নির্বাচনে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে, তবুও রাজনৈতিক অঙ্গন থেকে সরে যাননি তিনি।

২০২৫ সালের ১৭ জুলাই বিএনপি থেকে পাবনা-২ আসনে তাঁকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়। এর আগেই ২৭ জুন স্থানীয় দলীয় ও জনমত জরিপে শীর্ষে থেকে “ধানের শীষ” প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষিত হন তিনি। মনোনয়ন ঘোষণার পরপরই স্থানীয় নেতাকর্মীরা তাকে গণসংবর্ধনা দেন, যা প্রমাণ করে—এখনও তিনি জনআস্থার প্রতীক হয়ে আছেন। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মাঠে সেলিম রেজা হাবিবকে আলাদা করে চেনায় তাঁর সততা ও জনবান্ধব মনোভাব। গ্রামীণ জনপদের মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানো, আন্দোলন-সংগ্রামে সামনের কাতারে থাকা এবং দলীয় সংকটে নেতৃত্বদানের সাহস তাঁকে জনপ্রিয়তার শীর্ষে রেখেছে।

পাবনা-২ আসনে রাজনৈতিক লড়াই সবসময়ই তীব্র। আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীপ্রতিদ্বন্দ্বিতা এখানে পুরনো বিষয়। তবে স্থানীয় জনমত বলছে, এবার সেলিম রেজা হাবিবের পক্ষে একটি ‘ইস্যুভিত্তিক পরিবর্তনের হাওয়া’ বইছে। অর্থনৈতিক বৈষম্য, কর্মসংস্থানের সংকট এবং অবকাঠামোগত উন্নয়নে ধীরগতির মতো বিষয়গুলো তাঁর নির্বাচনী প্রচারণার মূল হাতিয়ার হতে পারে।

রাজনীতিতে দীর্ঘ সময়ের অভিজ্ঞতা এবং জনগণের আস্থা—এই দুই মূলধন নিয়েই এ কে এম সেলিম রেজা হাবিব ২০২৫ সালের নির্বাচনে মাঠে নামছেন। আসন্ন দিনগুলোই বলে দেবে, তাঁর এই প্রত্যাবর্তন কি শুধু দলের মনোনয়ন পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি তা জনগণের রায়ের মাধ্যমে আবারও সংসদে পৌঁছে দেবে তাঁকে।

ডিএস./

ট্যাগ :

তিমুর লেস্তের জালে ৮ গোল বাংলাদেশের মেয়েদের

পাবনা-২-এর জনআস্থার প্রতীক সেলিম রেজা হাবিবের প্রত্যাবর্তন

প্রকাশিত : ০৩:৫৪:১০ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫

পাবনা-২ আসনের রাজনীতিতে নতুন করে প্রাণের সঞ্চার ঘটেছে বিএনপির প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী এ কে এম সেলিম রেজা হাবিব–এর প্রত্যাবর্তনে। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং জনগণের আস্থার ভরসায় তিনি আবারও জাতীয় সংসদে ফেরার স্বপ্ন দেখছেন। রাজনৈতিক জীবনের দীর্ঘ পথচলায় পাবনার সন্তান সেলিম রেজা হাবিবের রাজনৈতিক যাত্রা শুরু হয়েছিল ছাত্রজীবন থেকেই। তিনি ১৯৯৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন ছষ্ঠ জাতীয় সংসদে। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনেও জয় পেয়ে কেন্দ্রীয় রাজনীতিতে নিজের অবস্থান আরও দৃঢ় করেন। যদিও পরবর্তী কয়েকটি নির্বাচনে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে, তবুও রাজনৈতিক অঙ্গন থেকে সরে যাননি তিনি।

২০২৫ সালের ১৭ জুলাই বিএনপি থেকে পাবনা-২ আসনে তাঁকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়। এর আগেই ২৭ জুন স্থানীয় দলীয় ও জনমত জরিপে শীর্ষে থেকে “ধানের শীষ” প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষিত হন তিনি। মনোনয়ন ঘোষণার পরপরই স্থানীয় নেতাকর্মীরা তাকে গণসংবর্ধনা দেন, যা প্রমাণ করে—এখনও তিনি জনআস্থার প্রতীক হয়ে আছেন। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার মাঠে সেলিম রেজা হাবিবকে আলাদা করে চেনায় তাঁর সততা ও জনবান্ধব মনোভাব। গ্রামীণ জনপদের মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানো, আন্দোলন-সংগ্রামে সামনের কাতারে থাকা এবং দলীয় সংকটে নেতৃত্বদানের সাহস তাঁকে জনপ্রিয়তার শীর্ষে রেখেছে।

পাবনা-২ আসনে রাজনৈতিক লড়াই সবসময়ই তীব্র। আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীপ্রতিদ্বন্দ্বিতা এখানে পুরনো বিষয়। তবে স্থানীয় জনমত বলছে, এবার সেলিম রেজা হাবিবের পক্ষে একটি ‘ইস্যুভিত্তিক পরিবর্তনের হাওয়া’ বইছে। অর্থনৈতিক বৈষম্য, কর্মসংস্থানের সংকট এবং অবকাঠামোগত উন্নয়নে ধীরগতির মতো বিষয়গুলো তাঁর নির্বাচনী প্রচারণার মূল হাতিয়ার হতে পারে।

রাজনীতিতে দীর্ঘ সময়ের অভিজ্ঞতা এবং জনগণের আস্থা—এই দুই মূলধন নিয়েই এ কে এম সেলিম রেজা হাবিব ২০২৫ সালের নির্বাচনে মাঠে নামছেন। আসন্ন দিনগুলোই বলে দেবে, তাঁর এই প্রত্যাবর্তন কি শুধু দলের মনোনয়ন পাওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকবে, নাকি তা জনগণের রায়ের মাধ্যমে আবারও সংসদে পৌঁছে দেবে তাঁকে।

ডিএস./