দুদক অভিযান-১ ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানী লিমিটেড (ডেসকো)-তে প্রকল্প গ্রহণে অনিয়ম, প্রকল্প ব্যয় অস্বাভাবিকভাবে বৃদ্ধি, কেনাকাটায় অতিরিক্ত ব্যয় এবং আর্থিক ব্যবস্থাপনায় নানাবিধ অনিয়মের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধনের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয় হতে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ঢাকা পাওয়ার সিস্টেম এক্সপ্যানশন এন্ড স্ট্রেংদেনিং প্রজেক্ট, ২ লাখ স্মার্ট মিটার ক্রয় প্রকল্প, টেস্টিং বেঞ্চ ক্রয়, স্ক্যাডা প্রকল্প এবং ডেটা সেন্টার এসটাবলিশিং প্রকল্প-সংক্রান্ত বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। প্রাথমিক পর্যালোচনায় উক্ত প্রকল্পগুলোতে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। টিম জানতে পারে, অনিয়মের অভিযোগে ২ লাখ স্মার্ট মিটার ক্রয় প্রকল্প অনিয়মের কারণে সম্প্রতি বাতিল করা হয়েছে।
এছাড়াও, ডেসকো লিমিটেড -এর অর্থ শাখা হতে প্রাপ্ত রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায় যে, পদ্মা ব্যাংক পিএলসি-তে ১৯ কোটি টাকা এবং ইউনিয়ন ব্যাংক পিএলসি-তে ২৫ কোটি টাকা এফডিআর বিনিয়োগ করা হয়েছিল। তবে মেয়াদ পূর্তির পরও ডেসকো কর্তৃপক্ষ সে অর্থ নগদায়ন করতে সক্ষম হয়নি। এতে টিমের নিকট প্রতীয়মান হয় যে, ডেসকো কর্তৃপক্ষ এফডিআর পলিসির নির্দেশনা তথা বিনিয়োগের ঝুঁকি ব্যবস্থাপনা যথাযথভাবে অনুসরণ করেননি।
অভিযানকালে সংগৃহীত রেকর্ডপত্র বিস্তারিতভাবে পর্যালোচনান্তে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।
দুদক ২য় অভিযানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম, ঘুস লেনদেনসহ নানাবিধ অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ঝিনাইদহ হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে অভিযোগ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক অফিসের নিয়ম-নীতি লঙ্ঘন এবং বিভিন্ন অনিয়মে জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া যায়। অভিযানে অভিযোগ সংশ্লিষ্ট বিভিন্ন রেকর্ডপত্র সংগ্রহ করা হয়, যা পর্যালোচনা শেষে টিম কর্তৃক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
দুদক ৩য় অভিযানে কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে নানাবিধ হয়রানি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, কুমিল্লা হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে টিম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাঙ্গলকোট, কুমিল্লা পরিদর্শন করে আউটডোর এবং প্রতিটি ওয়ার্ডে গিয়ে রোগীদের সঙ্গে ঔষধ, খাবার ও চিকিৎসাসেবা প্রাপ্তি সংক্রান্ত বিষয়ে কথা বলে।
ছদ্মবেশে অভিযানকালে উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন দায়িত্বশীল কর্মকর্তা/কর্মচারীকে অনুপস্থিত পাওয়া যায়। এছাড়াও রোগীদের সরবরাহকৃত খাবার যাচাইয়ে বেশ কিছু অনিয়ম পাওয়া যায়। এছাড়াও, স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন রেজিস্টার যাচাই করে তাতে অনিয়মের প্রমাণ মেলে।
বিষয়টি নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অবহিত করলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। অভিযানকালে প্রাপ্ত তথ্যাবলির প্রেক্ষিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্ত কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।
ডিএস./























