বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরণের সূচক বাড়লেও কমেছে লেনদেন। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ২৩.০৩ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত সপ্তাহে ডিএসইতে মোট ৩ হাজার ৪২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এর আগের সপ্তাহে লেনদেন হয় ৪ হাজার ৪৫৫ কোটি টাকার। সেই হিসাবে সমাপ্ত সপ্তাহে লেনদেন কমেছে ১ হাজার ২৬ কোটি টাকা বা ২৩.০৩ শতাংশ।
সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে দশমিক ৮৮.৮৯ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ৬ দশমিক ৮২ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৩ দশমিক ২৪ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ১ দশমিক ০৫ শতাংশ। ডিএসই ব্রড ইনডেক্স বা ডিএসইএক্স সূচক ৯৪.৬২ পয়েন্ট বা ১ দশমিক ৭৮ শতাংশ বেড়ে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ৫ হাজার ৪০০ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৮.৭৩ পয়েন্ট বা দশমিক ৪৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯০০ পয়েন্টে।
তবে শরিয়াহ সূচক ২ দশমিক ৩২ পয়েন্ট বা দশমিক ১৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৬২ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৪৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮১টি কোম্পানির। আর দর কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। আর লেনদেন হয়নি ১টি কোম্পানির শেয়ার। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১ দশমিক ৩৪ শতাংশ বেড়েছে সপ্তাহ শেষে দাঁড়িয়েছে ১৬ হাজার ৫৯৩ পয়েন্টে।
আলোচ্য সপ্তাহে মোট লেনদেন হয়েছে ১৮২ কোটি টাকা। অপরদিকে সিএসইতে হাত বদল হওয়া২৮৯ প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৩৬টির, শেয়ার দর কমেছে ১৩৭টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৬টির।

























