ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেইনারের শীর্ষে উঠে এসেছে রেনউইক যজ্ঞেশ্বর লিমিটেড। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৪১ দশমিক ৩৪ শতাংশ। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ৮ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
এ কোম্পানির শেয়ার দর বেড়েছে ৩৪ দশমিক ৯৫ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে লেনদেন হয়েছে ১১ কোটি টাকার শেয়ার। তালিকার তৃতীয় স্থানে থাকা বিডি অটোকার্স লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৩৩ দশমিক ৯৮ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ৩৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইনটেক, লিগাসি ফুটওয়ার, সিমটেক্স, আপিডিসি ফাইন্যান্স, রূপালী ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ব্যাংক এবং যমুনা ব্যাংক লিমিটেড।

























