১২:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

রিপন হত্যা মামলার প্রধান আসামি ‘বেলচা মনির’ গ্রেফতার

রাজধানীর আদাবরে আলোচিত চা দোকানদার রিপন হত্যা মামলার প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী বেলচা মনিরকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) এক সংবাদ সম্মেলনে জানায়, বেলচা মনিরসহ তার আরও পাঁচ সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত সামুরাই সুইস গিয়ার ও চাইনিজ চাপাতি উদ্ধার করা হয়।

ডিবি জানায়, শুধু রিপন হত্যা নয়, বেলচা মনির বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। রিপন হত্যাকাণ্ডের পর তারা মোহাম্মদপুরের তুরাগ নদের ওপারে গিয়েসেফ হোম নামক একটি স্থানে গিয়ে নিরাপদ আশ্রয় নেয়।

ডিবি সংবাদ সম্মেলনে আরও জানায়, শুধু হত্যাকাণ্ড নয়, বেলচা মনির ও তার সহযোগীরা এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টি করে আসছিল। তাদের আশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান গোয়েন্দারা।

এর আগে খোলা কাগজসহ বিভিন্ন গণমাধ্যমে বেলচা মনিরের অপরাধ কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশ হলে গোয়েন্দা পুলিশ ছায়া তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় শনিবার বিকেলে সাভার এলাকা থেকে মনিরসহ পাঁচ সহযোগীকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, আদাবরে চা দোকানি রিপনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছিল এই চক্রটি।

ডিএস

ট্যাগ :
জনপ্রিয়

রিপন হত্যা মামলার প্রধান আসামি ‘বেলচা মনির’ গ্রেফতার

প্রকাশিত : ১২:৪১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

রাজধানীর আদাবরে আলোচিত চা দোকানদার রিপন হত্যা মামলার প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী বেলচা মনিরকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) ডিএমপির গোয়েন্দা শাখা (ডিবি) এক সংবাদ সম্মেলনে জানায়, বেলচা মনিরসহ তার আরও পাঁচ সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত সামুরাই সুইস গিয়ার ও চাইনিজ চাপাতি উদ্ধার করা হয়।

ডিবি জানায়, শুধু রিপন হত্যা নয়, বেলচা মনির বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। রিপন হত্যাকাণ্ডের পর তারা মোহাম্মদপুরের তুরাগ নদের ওপারে গিয়েসেফ হোম নামক একটি স্থানে গিয়ে নিরাপদ আশ্রয় নেয়।

ডিবি সংবাদ সম্মেলনে আরও জানায়, শুধু হত্যাকাণ্ড নয়, বেলচা মনির ও তার সহযোগীরা এলাকায় দীর্ঘদিন ধরে ত্রাস সৃষ্টি করে আসছিল। তাদের আশ্রয়দাতাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানান গোয়েন্দারা।

এর আগে খোলা কাগজসহ বিভিন্ন গণমাধ্যমে বেলচা মনিরের অপরাধ কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশ হলে গোয়েন্দা পুলিশ ছায়া তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় শনিবার বিকেলে সাভার এলাকা থেকে মনিরসহ পাঁচ সহযোগীকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, আদাবরে চা দোকানি রিপনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছিল এই চক্রটি।

ডিএস