আফগানিস্তানের কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর বাংলাদেশ দলের লক্ষ্য আবারও জয়ের ট্র্যাকে ফিরে আসা। টানা ৫টি ওয়ানডে সিরিজ হারের পর তাই ওয়েস্ট ইন্ডিজকেই লক্ষ্য বানিয়েছে মেহেদী হাসান মিরাজরা।
শুধু জয়ের লক্ষ্যে ফিরে আসাই নয়, বাংলাদেশ ক্রিকেট দলের লক্ষ্য আগামী ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। সরাসরি বিশ্বকাপে খেলতে হলে এই সিরিজগুলোতে ভালো করতে হবে বাংলাদেশকে। না হয় সরাসরি বিশ্বকাপই খেলা হবে না তাদের, খেলতে হবে বাছাই পর্ব।
এসব সমীকরণ সামনে রেখে আজ মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস করতে নেমে হেরেছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ। ব্যাট করার আমন্ত্রণ জানালেন বাংলাদেশকে।
ডিএস./