সপ্তাহের প্রথম কার্যদিবসে রোববার সূচকে মিশ্রপ্রবণতা থাকলেও বাজারের ১৫ কোম্পানির শেয়ার দর বেড়েছে ৯ শতাংশের বেশি। রোববার দুপুর সোয়া ১২ টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন চিত্র যাচাই করে এমন তথ্য জনা যায়। ১৫ কোম্পানির শেয়ার দর ৯ শতাংশের বেশি বাড়লেও ১১ কোম্পানির শেয়ার বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে।
কিন্তু কোম্পানিগুলোর শেয়ার ক্রয়ে ক্রেতা উপস্থিতিও ছিল কম। বিক্রেতা সংকটে হল্টেড হওয়া কোম্পানিগুলো হলো- রিজেন্ট টেক্সটাইল, বিচ হ্যাচারি, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ইমামবাটন, প্রগেসিভ লাইফ ইন্স্যুরেন্স, দুলামিয়া কটন, জিল বাংলা সুগার, প্রভাতি ইন্স্যুরেন্স, শ্যামপুর সুগার, মেঘনা কনডেন্সড মিল্ক ও মেঘনা পিইটি। জানা যায়, রিজেন্ট টেক্সটাইল ও সোনার বাংলা ইন্স্যুরেন্সের শেয়ার ক্রয়ে বিনিয়োগকারীদের ব্যাপক উপস্থিতি থাকলেও অন্যান্য প্রত্যেকটি কোম্পানিতেই ক্রেতা উপস্থিতি ছিল সামান্য। জানা যায় ৯.৯০৬ শতাংশ দর বেড়ে বিক্রেতা সংকটে হল্টেড হয়েছে রিজেন্ট টেক্সটাইল।
এসময় কোম্পানিটির ২৪ লাখ ১৭ হাজার ৫৮০টি শেয়ার লেনদেন হয়েছে। এসময় কোম্পানিটির শেয়ারের সর্বশেষ দর ছিল ২৩.৩ টাকা। ৯.৮৯ শতাংশ দর বেড়ে হল্টেড হয়েছে বিচ হ্যাচারি। কোম্পানিটির শেয়ার দর ৯.১ টাকা থেকে বেড়ে ১০ টাকায় স্থিতি পেয়েছে। এদিন কোম্পানিটির ৫৭ হাজার ৩৭৪টি শেয়ার ৩৮ বার হাতবদল হয়েছে। বিক্রেতা সংকটে হল্টেড হওয়া কোম্পানিগুলো শেয়ার দর বাড়ার চিত্র- রিজেন্ট টেক্সটাইল, বিচ হ্যাচারি, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ইমামবাটন, প্রগেসিভ লাইফ ইন্স্যুরেন্স, দুলামিয়া কটন, জিল বাংলা সুগার, প্রভাতি ইন্স্যুরেন্স, শ্যামপুর সুগার, মেঘনা কনডেন্সড মিল্ক ও মেঘনা পিইটি।

























