জাহানারা আলমকে যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।
এক সাক্ষাৎকারে জাতীয় দলে নিজের সঙ্গে ঘটে যাওয়া সব না বলা কথা সামনে এনেছেন পেসার জাহানারা আলম।
বিষয়টি সংবেদনশীল হওয়ায় এক বিবৃতিতে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন ও সুপারিশ জমা দেয়ার কথা জানিয়েছে সংস্থাটি।
অভিযোগ তুললেন বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করা টাইগ্রেস এই পেসার। যেখানে সাবেক নির্বাচক, সাবেক ইনচার্জ, ম্যানেজারসহ বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়েও অভিযোগ তোলেন জাহানারা।
এদিকে, এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াব। জাহানারাকে সমর্থন জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে দোষীদের শাস্তির আওতায় আনার দাবি সংস্থাটির।
উল্লেখ্য, ২০১১ সালে আইরিশদের বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় জাহানারা আলমের। বাংলাদেশের জার্সিতে ১২০টিরও বেশি ম্যাচে মাঠে নেমেছেন তিনি, ছিলেন অধিনায়কও।
ডিএস./




















