০১:৫৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

মিল্কভিটার নতুন চেয়ারম্যান কমান্ডার জাহিরুল আলিম

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্কভিটা)-এর অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা কমান্ডার জাহিরুল আলিম (ট্যাজ)। সম্প্রতি সরকার তাঁর নেতৃত্বে নতুন কমিটি গঠন করেছে, যা দেশের সবচেয়ে বড় দুগ্ধ উৎপাদন ও বিপণন সমবায়ের কার্যক্রম তদারকি করবে।

কমান্ডার জাহিরুল আলিম ১৯৮২ সালে বাংলাদেশ নৌবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগ দেন এবং ২৬ বছরেরও বেশি সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি নৌ একাডেমি ও বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করেছেন এবং নৌ সদর দপ্তরে স্টাফ অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০০৫–২০০৬ সালে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (আইভরি কোস্ট) MoveCon Officer হিসেবে দায়িত্ব পালন করেন। পরের বছর তিনি নৌবাহিনী প্রধানের ব্যক্তিগত সচিব ছিলেন।

অবসরের আগে তিনি কাপ্তাই লেক মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরোত্তর সময়ে ২০১২–২০১৪ সালে তিনি ওয়েস্টার্ন মেরিটাইম একাডেমির কমান্ড্যান্ট এবং পরবর্তীতে প্রায় ছয় বছর ঢাকা ক্লাব লিমিটেডের সিইও ও সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।

নৌবাহিনীর প্রশাসনিক শৃঙ্খলা ও ব্যবস্থাপনায় দীর্ঘ অভিজ্ঞতা তাঁকে মিল্কভিটার নতুন নেতৃত্বে এক দৃঢ় প্রশাসক হিসেবে পরিচিত করবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। তাঁকে নিয়ে মিল্কভিটা নতুন করে উৎপাদন, বিপণন ও সমবায় ব্যবস্থায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির প্রত্যাশা দেখা দিয়েছে।

কমান্ডার জাহিরুল আলিম ৫ আগস্ট ১৯৬২ সালে পিরোজপুর জেলার নাজিরপুর থানার মাটিভাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন।

ডিএস./

ট্যাগ :

মিল্কভিটার নতুন চেয়ারম্যান কমান্ডার জাহিরুল আলিম

প্রকাশিত : ১১:৪২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্কভিটা)-এর অন্তর্বর্তীকালীন ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন অবসরপ্রাপ্ত নৌ কর্মকর্তা কমান্ডার জাহিরুল আলিম (ট্যাজ)। সম্প্রতি সরকার তাঁর নেতৃত্বে নতুন কমিটি গঠন করেছে, যা দেশের সবচেয়ে বড় দুগ্ধ উৎপাদন ও বিপণন সমবায়ের কার্যক্রম তদারকি করবে।

কমান্ডার জাহিরুল আলিম ১৯৮২ সালে বাংলাদেশ নৌবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগ দেন এবং ২৬ বছরেরও বেশি সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি নৌ একাডেমি ও বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করেছেন এবং নৌ সদর দপ্তরে স্টাফ অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০০৫–২০০৬ সালে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে (আইভরি কোস্ট) MoveCon Officer হিসেবে দায়িত্ব পালন করেন। পরের বছর তিনি নৌবাহিনী প্রধানের ব্যক্তিগত সচিব ছিলেন।

অবসরের আগে তিনি কাপ্তাই লেক মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। অবসরোত্তর সময়ে ২০১২–২০১৪ সালে তিনি ওয়েস্টার্ন মেরিটাইম একাডেমির কমান্ড্যান্ট এবং পরবর্তীতে প্রায় ছয় বছর ঢাকা ক্লাব লিমিটেডের সিইও ও সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।

নৌবাহিনীর প্রশাসনিক শৃঙ্খলা ও ব্যবস্থাপনায় দীর্ঘ অভিজ্ঞতা তাঁকে মিল্কভিটার নতুন নেতৃত্বে এক দৃঢ় প্রশাসক হিসেবে পরিচিত করবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। তাঁকে নিয়ে মিল্কভিটা নতুন করে উৎপাদন, বিপণন ও সমবায় ব্যবস্থায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির প্রত্যাশা দেখা দিয়েছে।

কমান্ডার জাহিরুল আলিম ৫ আগস্ট ১৯৬২ সালে পিরোজপুর জেলার নাজিরপুর থানার মাটিভাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন।

ডিএস./