ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের ধারাবাহিকাতায় সোমবার গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে রিজেন্ট টেক্সটাইল। এদিন কোম্পানির শেয়ার আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৭ শতাংশ বা ২ টাকা ৩০ পয়সা বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, রিজেন্ট টেক্সটাইলের শেয়ার দর সর্বশেষ ২৫ টাকা ৬০ পয়সা বেচাকেনা হয়েছে। গেইনারের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বিডি অটোকারস। কোম্পানির শেয়ার আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭৫ শতাংশ বা ৩৩ টাকা ৭০ পয়সা বেড়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ৪১৯ টাকায় বেচাকেনা হয়েছে। এ তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৮ শতাংশ বেড়েছে। কোম্পানির শেয়ার সর্বশেষ ২৫ টাকা ৭০ পয়সায় বেচাকেনা হয়েছে। গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইন্ট্রাকো রি ফুয়েলিং স্টেশন লিমিটেড, মুন্নু জুট স্টাফলার্স, নিটল ইন্স্যুরেন্স, ব্রাক ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, ফার্মা এইডস, প্রভাতী ইন্স্যুরেন্স।

























