আজ রাতে ২০২৬ ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ।যেখানে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে মাঠে এই গড়াবে টুর্নামেন্ট। ইতোমধ্যে ৪২টি দেশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) ওয়াশিংটন ডিসির বিখ্যাত জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টসে অনুষ্ঠিত হতে যাচ্ছে জমকালো ড্র অনুষ্ঠান। বাংলাদেশ সময় রাত ১১টায় অনুষ্ঠিত হবে এই ড্র।
ড্র অনুষ্ঠানটিকে এক জমকালো উৎসবে পরিণত করতে প্রস্তুত করা হয়েছে তারকাখচিত মঞ্চ। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন জনপ্রিয় কৌতুক অভিনেতা কেভিন হার্ট, সুপারমডেল হেইডি ক্লুম ও অভিনেতা-পরিচালক ড্যানি রামিরেজ। এছাড়াও ধ্রুপদী কণ্ঠ নিয়ে মঞ্চে হাজির হবেন মায়েস্ত্রো আন্দ্রেয়া বোচেল্লি।
তার পাশাপাশি থাকবেন জনপ্রিয় দুই সঙ্গীতশিল্পী নিকোল শেরজিঙ্গার ও রবি উইলিয়ামস। পপ সঙ্গীত দল ভিলেজ পিপল তাদের বিখ্যাত ‘ওয়াই.এম.সি.এ.’ গান পরিবেশন করবে। বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের দিকে নজর থাকবে বিশ্বজুড়ে অগণিত ফুটবলপ্রেমীর।
ফিফা জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপের ড্র কোনো টেলিভিশন চ্যানেল সরাসরি সম্প্রচার করবে না। তবে দর্শকরা বঞ্চিত হচ্ছেন না। এই আয়োজন ফিফা তাদের অনলাইন মাধ্যমে প্রচার করবে। ফিফা+ স্ট্রিমিং প্ল্যাটফর্ম ও ফিফা ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ বিনামূল্যে এটি দেখা যাবে।
ডিএস./























