ফেনীর দাগনভূঞা থানা পুলিশের এক বিশেষ অভিযানে চুরি মামলার সাথে জড়িত সন্দেহে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে দিনের বেলায় পরিচালিত নিয়মিত মোবাইল ডিউটি চলাকালীন অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা সকলেই কুমিল্লা জেলার লাকসাম থানার বিভিন্ন এলাকার বাসিন্দা।
দাগনভূঞা থানায় দায়েরকৃত মামলা নং-২১(৪)২৫ এবং দণ্ডবিধির ৩৭৯ ধারার তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে এই অভিযানটি পরিচালিত হয়। আইনশৃঙ্খলারক্ষা বাহিনীর সদস্যদের সতর্ক নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন হিসেবে তাদের চিহ্নিত করা হয়। ভিন্ন জেলার বাসিন্দা হয়েও দাগনভূঞা এলাকায় তাদের অবস্থান এবং মামলার সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ। চুরির মতো অপরাধ দমনে এবং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে এই গ্রেপ্তারকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ ফয়জুল আজীম নোমানের প্রত্যক্ষ নেতৃত্বে এই অভিযানে অংশ নেন উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন ও উপ-পরিদর্শক (এসআই) বিপ্লব বড়ূয়াসহ সঙ্গীয় ফোর্স। পুলিশি অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার লাকসাম থানার উত্তর লাকসাম এলাকার সাইদুল হকের ছেলে মমিনুর রশিদ (৩০), একই থানার পূর্ব লাকসামের শ্রী হরি নারায়ন চন্দ্র ঘোষের ছেলে রাজু চন্দ্র ঘোষ (২৮), মিশ্রী বুড়ি বাড়ির আব্দুল কাদের স্বপনের ছেলে রফিকুল ইসলাম রাকিব (২৩) এবং মিশ্রী আলী আহাম্মদ বাড়ির আব্দুল বারীর ছেলে মো. কামাল হোসেন (৬০)।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
ডিএস./





















