আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো সাড়া না পেয়েই সব সময় বিদেশিদের কাছে ধরনা দেয় বিএনপি। বিদেশিদের কাছে নালিশ দেওয়া এটা নতুন কিছু নয়, তাদের পুরনো অভ্যাস।
বুধবার সকালে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, যারা আন্দোলনে ব্যর্থ হয়, তারা নালিশই করে। আর সেই নালিশটা দেশের লোকের কাছে করে না। বিদেশিদের কাছে করে, এটা তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রমাণ।
এর আগে বঙ্গমাতার কবরে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ছাড়াও যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এসময় বিশেষ মোনাজাত করা হয়।
























