শৈত্যপ্রবাহের কবলে পুরো দেশ বাদ যায়নি যানজট ও ইট পাথরের নগরী রাজধানী ঢাকা। হাড়কাঁপানো এই শীতে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা রাজ রিপা।
গভীর রাতের আঁধারে কম্বল নিয়ে রাজধানীর গুলশান,বাড্ডা,মহাখালী,ফার্মগেট,রমনা,ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসহ বিভিন্ন এলাকায় শীতার্তদের দ্বারে দ্বারে ছুটছেন তিনি।
জানা যায়,গত বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় নিজের হাতে কম্বল জড়িয়ে দেন ঘুমন্ত শীতার্ত মানুষদের গায়ে। রাতের নিস্তব্ধতায় এই উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক শীতার্ত মানুষ।
এ সময়ে অনেকের দুঃখ দুর্দশার কথা শোনেন এবং যাদের বেশি প্রয়োজন এমন গরিব দুস্থদের হাতে কম্বল তুলে দেন তিনি। তীব্র শীতের মধ্যে গভীর রাতে হেঁটে যান আবার কিছুদূর গাড়িতে যান এই চিত্রনায়িকা রাজ রিপা ও তার সহযোগি বন্ধু বান্ধবীরা।
কম্বল পেয়ে এক বায়োজৈষ্ঠ মুরব্বী বলেন, এই শীতে কেউ কোনো খোঁজ না নিলেও আপনারা নিজে এসে কম্বল দিয়েছেন। কম্বল পেয়ে আমি অনেক খুশি।
মানবিক কাজের বিষয়ে চিত্রনায়িকা জানান, শৈত্যপ্রবাহের কারনে আমরা বারী কম্বল ও জামা কাপড় পড়ে ও শীত কমছে না,তাতে আমাদের খুব কষ্ট হচ্ছে । না জানি রাস্তায় পরে থাকা ছিন্নমূল অসহায় মানুষ গুলো কিভাবে এতো শীত সহ্য করছে, সেটা ভেবে আমি এই তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট অনুভব করেই রাতের আঁধারে তাদের কাছে ছুটে গিয়েছি। রাস্তার পাশে প্রকৃত অসহায় ও শীতার্ত মানুষদের খুঁজে খুঁজে আমি ও আমার বন্ধুদের সহযোগিতায় কম্বল দিয়েছি। পর্যায়ক্রমে যদি আবার আমার সুযোগ হয় এভাবেই খুঁজে খুঁজে অসহায় ব্যক্তিদের মাঝে আমরা কম্বল বিতরণ করব।
ডিএস./


























